National Doctors’ Day 2021 Messages: করোনাকালে চিকিৎসকরাই ঈশ্বর, ডক্টরস ডে-তে facebook, Whatsapp, Instagram-এ শেয়ার করুন শুভেচ্ছা বার্তা
করোনা ভয়াবহতার দ্বিতীয় বছর৷ সবে সংক্রমণের দ্বিতীয় ঢেউ কাটিয়ে আশার মুখ দেখা যাচ্ছে৷ তবে অদৃশ্য শত্রুর ভার কমেনি, তৃতীয় ঢেউয়ের আতঙ্কে চলছে প্রস্তুতি৷ আমরা যখন লকডাউনের ঘেরাটোপ থেকে বেরতে মরিয়া তখনও পিপিই কিটের বেড়াজালে নিজেকে আটকে রেখে করোনা আক্রান্তের নিরন্তর সেবা করে চলেছেন চিকিৎসকরা৷
National Doctors’ Day 2021 Messages in Bengali: করোনা ভয়াবহতার দ্বিতীয় বছর৷ সবে সংক্রমণের দ্বিতীয় ঢেউ কাটিয়ে আশার মুখ দেখা যাচ্ছে৷ তবে অদৃশ্য শত্রুর ভার কমেনি, তৃতীয় ঢেউয়ের আতঙ্কে চলছে প্রস্তুতি৷ আমরা যখন লকডাউনের ঘেরাটোপ থেকে বেরতে মরিয়া তখনও পিপিই কিটের বেড়াজালে নিজেকে আটকে রেখে করোনা আক্রান্তের নিরন্তর সেবা করে চলেছেন চিকিৎসকরা৷ এই অতিমারীতে তাঁরাই একমাত্র ভরসা৷ এমনিতেই চিকিৎসক মানুষের কাছে সাক্ষাৎ ঈশ্বর, কারণ জীবন যখন হাল ছেড়ে দেয় তখন হাসপাতালের দরজা ছাড়া আর গতি থাকে না৷ সেখানেই রোগীর পরিবারকে আশার কথা শোনাতে পারেন একমাত্র চিকিৎসকরাই৷ এই বিপর্যয়ের দিনে তা আরও মর্মে মর্মে উপলব্ধি করা যায়৷ আরও পড়ুন-Naseeruddin Shah Hospitalised: নিউমোনিয়ার ছোবল, হাসপাতালে ভর্তি নাসিরুদ্দিন শাহ
কিংবদন্তী চিকিৎসক তথা পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের (Dr. Bidhan Chandra Roy) জন্ম এবং মৃত্যুদিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়ে আসছে৷ আগামী বৃহস্পতিবার ১ জুলাই বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন৷ অতিমারীতে চিকিৎসকরাই আমাদের বল ভরসা৷ তাই জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে লেটেস্টলি বাংলা নিয়ে এসেছে শুভেচ্ছা কার্ড৷ বিশেষ দিনটিতে চিকিৎসকদের সম্মান জানাতে শেয়ার করুন এই শুভেচ্ছা বার্তা৷
Message: সকল ডাক্তারদের জানাই ডক্টরস ডে'র শুভেচ্ছা
Message: কোভিডে-র সঙ্গে লড়াই করা ডাক্তারদের জন্য ডক্টরস ডে'র শুভেচ্ছা
Message: হ্যাপি ডক্টরস ডে' ২০২১
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)