Homemade Body Wash: কেমিক্যাল ছাড়াই সহজ উপায়ে ঘরেই তৈরি করুন বডি ওয়াশ...
একটা সময় ছিল যখন সকলেই গোসলের জন্য ব্যবহার করত সাবান, কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে বর্তমান যুগে বেশিরভাগ মানুষ গোসলের জন্য ব্যবহার করে বডি ওয়াশ। সাবান ব্যবহারে ত্বক শুষ্ক হওয়ার পাশাপাশি সংক্রমণের ঝুঁকিও বাড়ে। এমতাবস্থায় মানুষ বর্তমানে সাবানের চেয়ে বডি ওয়াশ ব্যবহার করাই সঠিক বলে মনে করে। তবে অনেক সময় রাসায়নিকের ভয়ে মানুষ বাজারে পাওয়া বডি ওয়াশ কেনেন না, এমন পরিস্থিতিতে জেনে নিন ঘরে বসে বডি ওয়াশ তৈরি করার সহজ পদ্ধতি।
বডি ওয়াশ তৈরি করার জন্য প্রয়োজন ২ টেবিল চামচ নারকেল তেল, ১ টেবিল চামচ মধু, ১০-১৫ ফোঁটা চামচ ল্যাভেন্ডার ওয়েল, ২ টেবিল চামচ গোলাপ জল, ১ চা চামচ নিম গুঁড়ো বা চন্দন গুঁড়ো। বডি ওয়াশ তৈরি করার জন্য প্রথমে একটি ছোট পাত্রে নারকেল তেল নিয়ে তার সঙ্গে মধু ও গোলাপ জল মিশিয়ে নিতে হবে। মধু ত্বককে কোমল করে এবং গোলাপ জল ত্বককে সতেজ করে। এর সঙ্গে নিম পাউডার বা চন্দন পাউডার ভালো করে মিশিয়ে নিলেই প্রাকৃতিক বডি ওয়াশ প্রস্তুত।
বডি ওয়াশকে সুগন্ধি করার জন্য মিশিয়ে নিতে হবে ল্যাভেন্ডার ওয়েল। তৈরি হয়ে গেলে বডি ওয়াশটি একটি বায়ুরোধী বোতলে সংরক্ষণ করতে হবে। গোসলের সময় অল্প পরিমাণে এই বডি ওয়াশ নিয়ে ভেজা শরীরে লাগিয়ে ভালো করে ম্যাসাজ করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এই বডি ওয়াশে বাজারে পাওয়া বডি ওয়াশের মতো ফেনা না হলেও এটি রাসায়নিকমুক্ত হওয়ায় ত্বকের জন্য খুবই উপকারী। এই প্রাকৃতিক বডি ওয়াশ ব্যবহারে ত্বক থাকবে নরম ও সতেজ।