Coronavirus Precautions: করোনা থেকে বাঁচতে এবং বাঁচাতে কী কী সাবধানতা অবলম্বন করবেন, দেখে নিন

মানুষ থেকে মানুষেই ছড়িয়ে পড়ে এই ভাইরাস। করোনায় আক্রান্ত কারও হাঁচি বা কাশির সময়ে যদি মুখ না ঢাকেন তাহলে হাঁচি-কাশির সেই ছিটেফোঁটা থেকে ওই জায়গায় উপস্থিত যে কারও করোনাভাইরাস ছড়িয়ে পড়ার অনেক সম্ভাবনা থাকে।

করোনা ভাইরাস (Photo Credits: IANS)

দিল্লি, নয়ডা, লখনউ, জয়পুরের পর আজ বেঙ্গালুরুতেও ধরা পড়েছে এক করোনা আক্রান্ত। পরিস্থিতি মোকাবিলায় তৎপর হচ্ছে প্রশাসন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আতঙ্কিত না হয়ে দেশবাসীকে সুরক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তার আগে দেখে নিন কী ভাবে ছড়িয়ে পড়ে এই ভাইরাস আর কী ভাবেই বা এই মারাত্মক ভাইরাসের থেকে নিজেকে বাঁচবেন।

করোনাভাইরাস কীভাবে ছড়িয়ে পড়ে?

মানুষ থেকে মানুষেই ছড়িয়ে পড়ে এই ভাইরাস। করোনায় আক্রান্ত কারও হাঁচি বা কাশির সময়ে যদি মুখ না ঢাকেন তাহলে হাঁচি-কাশির সেই ছিটেফোঁটা থেকে ওই জায়গায় উপস্থিত যে কারও করোনাভাইরাস ছড়িয়ে পড়ার অনেক সম্ভাবনা থাকে।গবেষকদের পরামর্শ, এই রোগের লক্ষণ ধরা পড়ার আগেই অন্য কারও শরীরে ছড়িয়ে পড়তে পারে COVID-19 ভাইরাস।

কীভাবে করোনা থেকে বাঁচবেন এবং বাঁচাবেন-