কন্ডোম নয়, এবার সঙ্গমের সময় সঙ্গে রাখুন এই গয়নাটি

এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে একটিমাত্র কানের দুল কিংবা হাতঘড়ি৷ হ্যাঁ, ঠিকই পড়লেন৷ নয়া গবেষণা বলছে, কানের দুল এবং হাতঘড়িও নাকি কন্ডোম কিংবা গর্ভনিরোধকের(Contraceptive)মতোই কাজ দিতে পারে৷ আটকানো যেতে পারে অবাঞ্ছিত গর্ভধারণ৷

প্রতীকী ছবি(Photo Credit: Pixabay)

গার্লফ্রেন্ডের(Girl friend) সঙ্গে টানা ডেট করছেন, একটা সময় পর মনে হল কিছু একটা গন্ডগোল হয়েছে। সাউথসিটিতে সন্ধ্যায় দেখা করার কথা ছিল অথচ এল না। রাতে ফোন করে যাচ্ছেতাই বলল। পরের দিন সকালবেলা প্রেগনেন্সি টেস্ট(Pregnancy test)। তারপর সম্পর্কটা একেবারে যায় যায়ের পর্যায়ে এসে ঠেকেছে। অসুরক্ষিত যৌন জীবনের ( Insecure sex life)বদান্যতায় বোধহয় প্রেমটা কেঁচে গেল। ওহ হো, এতটাও  নিরাশ হওয়ার কিছু নেই। সঙ্গিনীর সঙ্গে ফাঁকা ঘরে? এই সুযোগেই অন্তরঙ্গ হতে চাইছে মন? পরমুহূর্তেই চিন্তা,  আপনার কাছে নেই৷ আবার কোনও নিরাপত্তা ছাড়াই যে আপনি যৌনতায় লিপ্ত হবেন, সেই সাহসও পাচ্ছেন না৷ ভাবুন তো! এমন পরিস্থিতিতে মনটাই পালটে যায়৷ এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে একটিমাত্র কানের দুল কিংবা হাতঘড়ি৷ হ্যাঁ, ঠিকই পড়লেন৷ নয়া গবেষণা বলছে, কানের দুল এবং হাতঘড়িও নাকি কন্ডোম কিংবা গর্ভনিরোধকের(Contraceptive)মতোই কাজ দিতে পারে৷ আটকানো যেতে পারে অবাঞ্ছিত গর্ভধারণ৷

ভাবতে পারেন আপনার হাতঘড়িটিই সুরক্ষিত যৌন জীবনের(Sex life) চাবিকাঠি। পছন্দের পেনডেন্ট কিম্বা দুলও একই কাজে ব্যবহৃত হতে পারে। সম্প্রতি জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি গবেষণা বলছে, গয়নার মধ্যে লাগিয়ে দেওয়া হবে ‘কনট্রাসেপটিভ হরমোন’৷ ট্যাবলেটের আকারে ওই হরমোন লাগিয়ে দেওয়া হবে গয়নায়৷ ত্বকের সংস্পর্শে আসা মাত্রই ওই হরমোন মিশে যাবে আপনার রক্তে৷ এর ফলেই গয়না গর্ভনিরোধক হিসাবে কাজ করবে৷ ওই গয়না পরে একলা ঘরে সঙ্গিনীকে নিয়ে বিছানায় উদ্দাম যৌনতায় যতই মেতে উঠুন না কেন, অবাঞ্ছিত গর্ভধারণ সম্ভব নয়।

তবে গবেষকদের আরও একটু সময়ের দরকার আছে। কেননা এই গর্ভনিরোধক গয়না(Contraceptive Jewellery))শুধুমাত্র ইঁদুর এবং শূকরের উপরে পরীক্ষা করা হয়েছে৷ যতদিন না মানুষের কাজে আসে এই কনট্রাসেপটিভ জুয়েলারি ততদিন তো অপেক্ষা করতেই হচ্ছে, তাই না।



@endif