Blue Monday: সপ্তাহের শুরুতে হতে পারে হার্ট অ্যাটাক? সাবধান

কর্ম সপ্তাহের শুরুতে গুরুতর হার্ট অ্যাটাক (Heart Attack) হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

কলকাতা: কর্ম সপ্তাহের শুরুতে গুরুতর হার্ট অ্যাটাক (Heart Attack) হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সম্প্রতি এক গবেষণায় এমনটাই তথ্য উঠে এসেছে। আয়ারল্যান্ডের বেলফাস্ট হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার ট্রাস্ট এবং রয়্যাল কলেজ অফ সার্জনস-এর গবেষকরা জানিয়েছেন, সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় সোমবারে STEMI নামে পরিচিত হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা ১৩% বেশি। STEMI বা ST-উচ্চতা মায়োকার্ডিয়াল ইনফার্কশন একটি গুরুতর হার্ট অ্যাটাক, এতে মৃত্যুও হয়ে থাকে।

গবেষকরা ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে STEMI-এর কারণে হাসপাতালে ভর্তি হওয়া ১০,৫২৮ জন রোগীর তথ্য ঘেঁটে দেখেছেন কর্ম সপ্তাহের শুরুতে হার্ট অ্যাটাকের সংখ্যা বেশি, এবং বেশিরভাগটাই সোমবার। এটিকে গবেষকরা ‘ব্লু সোমবার’ বলছেন।

বেলফাস্ট হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার ট্রাস্টের গবেষক ডাঃ জ্যাক লাফান জানিয়েছেন, সপ্তাহের শুরুতে অ্যাটাকের সংখ্যা বেশি হওয়ার কারণ নিয়ে গবেষক মহলে কৌতুহল রয়েছে। কিন্তু এই ‘ব্লু সোমবারের’ ঘটনার পিছনে আসলেই কী কারণ রয়েছে তা পুরটাই এখনও অস্পষ্ট।



@endif