Modi Govt Covid Advisory To States: করোনার প্রকোপ বৃদ্ধির জের, ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য নয়া নির্দেশিকা কেন্দ্রের

এই অবস্থায় দেশের সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত দিল্লির জন্য নয়া নির্দেশিকা জারি করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লি: ক্রমশ দেশজুড়ে বাড়ছে (Rising) করোনা (Covid cases) রোগীর সংখ্য়া। বেশ কয়েকটি রাজ্য়ের পরিস্থিতি চিন্তার উদ্রেক ঘটিয়েছে। এই অবস্থায় দেশের সাতটি রাজ্য (Seven State) ও কেন্দ্রশাসিত (Union Territories) দিল্লির (Delhi) জন্য নয়া নির্দেশিকা (Advisory) জারি করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার (Central Government)।

শুক্রবার উত্তরপ্রদেশ (Uttar Pradesh), তামিলনাড়ু (Tamil Nadu), কেরল (Kerala),হরিয়ানা (Haryana), মহারাষ্ট্র (Maharashtra), রাজস্থান (Rajasthan), কর্নাটক (Karnataka) ও দিল্লির (Delhi) মুখ্যসচিব (Chief Secretary) ও স্বাস্থ্য (Health) দফতরের প্রধান সচিব (Principal Secretary) ও সচিবদের (Secretary) একটি চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ (Union Health Secretary Rajesh Bhushan)।

তাতে তিনি উল্লেখ করেছেন, ২০২৩ সালের মার্চ থেকে ভারতে ফের বাড়তে শুরু করেছে করোনা (COVID-19) রোগীর সংখ্যা। ২০ এপ্রিল পর্যন্ত গত এক সপ্তাহে দেশজুড়ে নতুন করে ১০ হাজার ২৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই সপ্তাহে রোগী বৃদ্ধির হার ৫.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা গত সপ্তাহে ছিল ৪.৭ শতাংশ। তবে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা সেই তুলনায় অনেক কম রয়েছে। এই পরিস্থিতি সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত দিল্লির স্বাস্থ্য দফতর এবং প্রশাসনকে নির্দেশ দেওয়া হচ্ছে কোনও অবস্থাতেই যেন সতর্কতার ক্ষেত্রে অবহেলা না করা হয়। পরিস্থিতির উপর কড়া নজর রেখে সংক্রমণ ঠেকানোর দিকে নজর দিতে হবে। কোনও জায়গাতে যদি সংক্রমণ ছড়ানোর খবর থাকে তাহলে যেন শুরুতেই তা আটকানোর ব্যবস্থা করে প্রশাসন। আরও পড়ুন: PM Modi's Cutout In Devanhalli: প্রধানমন্ত্রী মোদির কাটআউট থেকে বৃষ্টির জল মুছছেন বিজেপি কর্মী, দেখুন অকৃত্রিম ভালোবাসার ভিডিয়ো

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now