Promise Day 2024: প্রমিস ডে-তে প্রিয়জনের মন জয় করতে রইল একগুছ প্রতিশ্রুতি বার্তা, দেখুন

প্রমিস ডে-তে মনের কথা ভাষায় কীভাবে বলবেন! এ নিয়ে চিন্তিত? আপনার জন্য রইল একগুচ্ছ প্রতিশ্রুতি বার্তা।

Promise Day 2024 (File Image)

‘প্রমিস ডে’ (Promise Day 2024) মানেই প্রিয়জনকে প্রতিশ্রুতি দেওয়ার দিন। রোজ ডে, প্রপোজ ডে, চকোলেট ডে, টেডি ডে পেরিয়ে এবার আর শুধুই উপার নয়, উপহারের সঙ্গে এবার প্রিয়জনকে প্রতিশ্রুতি দেওয়ার পালা। ফেব্রুয়ারি মাসের ১১ তারিখ দিনটিকে বেছে নেওয়া হয়েছে 'প্রমিস ডে' হিসেবে। এখনও যদি প্রিয়জনকে মনের কথাটি না বলে থাকেন তাহলে এখনই তাঁর নরম হাতটি ধরে নিজের মনের কথাটা বলে দিন। প্রিয়জনের মুখের হাসিই বলে দেবে তাঁর জীবনে আপনি কতটা গুরুত্বপূর্ণ। তবে মনের কথা ভাষায় কীভাবে বলবেন এ নিয়ে চিন্তিত? তাহলে আপনার জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি বার্তা।

দেখুন

Promise Day Message (File Image)

 

Promise Day Message (File Image)

 

Promise Day Message (File Image)

 

Promise Day Message (File Image)

 

প্রমিস ডে-তে আপনি আনুষ্ঠানিকভাবে আপনার প্রিয়জনকে প্রতিশ্রুতি দিতে পারেন ৷ এদিন শুধুই যে রোম্যান্টিক প্রতিশ্রুতি দিতে হবে এমনটাও নয়, আপনি এদিন আপনার পার্টনারকে প্রতিশ্রুতি দিতে পারেন যে আপনি তাঁর কথা সময় নিয়ে শুনবেন, তাঁকে আরও বেশি সময় দেবেন ৷ তাঁর কাজে সাহায্য করবেন।



@endif