Happy Promise Day 2023 Wishes in Bengali:আজ প্রমিস ডে তে ভালোবাসার মানুষকে জানান সঙ্গে থাকার প্রতিশ্রুতি, শেয়ার করুন শুভেচ্ছা পত্র

প্রেমের দিক থেকে এ দিনটিকে অনেকটা ওই প্রতিজ্ঞা দিবস বলে উল্লেখ করা যেতে পারে। এ বছরের এই প্রেম-উদযাপন শুরু হয়েছে ৭ ফেব্রুয়ারি, সেদিন ছিল 'রোজ ডে', পরের দিন ৮ ফেব্রুয়ারি ছিল 'প্রোপোজ ডে', ৯ ফেব্রুয়ারি ছিল 'চকোলেট ডে'। আর গতকাল, ১০ ফেব্রুয়ারি ছিল 'টেডি ডে'।

চলছে প্রেম-পক্ষ। বাঙালির কাছে দেবীপক্ষ কবিপক্ষ খুবই পরিচিত। সেই হিসেবে ভ্যালেন্টাইন্স ডে'কে ধরে চলা ৭দিনের এই উদযাপন ঠিক 'পক্ষ' নয়, মানে ১৪-১৫ দিনের উৎসব নয়। তবে প্রেমদিবস নিয়ে জেনারেশন ওয়াই এখন যথেষ্ট রোমাঞ্চিত।

আজ, ১১ ফেব্রুয়ারি হল 'প্রমিস ডে'। প্রেমের দিক থেকে এ দিনটিকে অনেকটা ওই প্রতিজ্ঞা দিবস বলে উল্লেখ করা যেতে পারে। এ বছরের এই প্রেম-উদযাপন শুরু হয়েছে ৭ ফেব্রুয়ারি, সেদিন ছিল 'রোজ ডে', পরের দিন ৮ ফেব্রুয়ারি ছিল 'প্রোপোজ ডে', ৯ ফেব্রুয়ারি ছিল 'চকোলেট ডে'। আর গতকাল, ১০ ফেব্রুয়ারি ছিল 'টেডি ডে'। এই করতে করতে নানা দিনের মালা গেঁথে পৌঁছে যাওয়া একেবারে প্রেমদিবসে, ১৪ ফেব্রুয়ারিতে।

Happy Promise Day 2023 Wishes in Bengali ( Photo Credit: File Photo)
Happy Promise Day 2023 Wishes in Bengali ( Photo Credit: File Photo)
Happy Promise Day 2023 Wishes in Bengali ( Photo Credit: File Photo)
Happy Promise Day 2023 Wishes in Bengali ( Photo Credit: File Photo)

 



@endif