Happy Holi 2024 Wishes In Bengali: শুরু হয়ে গিয়েছে রঙের উৎসব, হোলির আনন্দে রঙের আবেশে প্রিয়জনকে জানান শুভেচ্ছা

রঙের এই উৎসব আনন্দ নিয়ে আসবে দেশবাসীর মনে। এই দিনে, শুধু রং খেলাই হয় না, শত্রুরাও ক্ষোভ ভুলে একে অপরকে আলিঙ্গন করেন।

রাত পেরোলেই গোটা দেশে পালিত হবে হোলি। রঙের এই উৎসব আনন্দ নিয়ে আসবে দেশবাসীর মনে। এই দিনে, শুধু রং খেলাই হয় না, শত্রুরাও ক্ষোভ ভুলে একে অপরকে আলিঙ্গন করেন। এবার হোলির শুভেচ্ছা জানাতে রইল লেটেস্টলি বাংলা (LatestLY) বাংলার শুভেচ্ছা কার্ডের সম্ভার, আর কি চাই!