Happy Friendship Day 2023 Wishes In Bengali: ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে বন্ধুদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান অগ্রিম, লেটেস্টলি বাংলার শুভেচ্ছা বার্তা পাঠিয়ে

সুখ, দুঃখ, মনখারাপ আর মন ভাল হওয়ার সঙ্গী বন্ধু। বাবা, মা পরিবারের পর বন্ধুই আমাদের ভরসার আরেক স্তম্ভ। বন্ধু মানে আড়ি-ভাব, ঝগড়া ঝাটির সঙ্গীও। মনের সব গোপন কথার ভাগাভাগির সঙ্গী বন্ধু।

Photo Credit_ Latestly Media.com

সুখ, দুঃখ, মনখারাপ আর মন ভাল হওয়ার সঙ্গী বন্ধু। বাবা, মা পরিবারের পর বন্ধুই আমাদের ভরসার আরেক স্তম্ভ। বন্ধু মানে আড়ি-ভাব, ঝগড়া ঝাটির সঙ্গীও। মনের সব গোপন কথার ভাগাভাগির সঙ্গী বন্ধু। জীবনের প্রতিটা ক্ষেত্রে ভরসার কাঁধ হয়ে দাঁড়ায় বন্ধুরাই। তাই বন্ধুত্ব দিবস (Friendship Day) দিনটি বিশেষভাবে পালিত হয়। এই দিনটিতে বন্ধুরা বন্ধুদের উপহার, ফ্রেন্ডশিপ ব্যান্ড উপহার দিয়ে থাকে।

বন্ধুত্ব দিবস অর্থাৎ ফ্রেন্ডশিপ ডে-র (Friendship Day 2023) উপলক্ষে লেটেস্টলি বাংলা (LatestLY Bangla) নিয়ে এসেছে বন্ধুত্বের স্টিকার। এগুলি শেয়ার করুন আর বন্ধুর মুখে চওড়া হাসি ফোটান।



@endif