Netaji Subhash Chandra Bose Jayanti 2022: শুভ জন্মদিন দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু, দেখুন তাঁর বিশেষ উদ্ধৃতিগুলি

"তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। " কিম্বা "দিল্লি চলো চলো দিল্লি"। সেই কতদিন আগে ইথার তরঙ্গে ভেসে আসা এক দৃপ্তকণ্ঠের এই ভাষণ পরাধীন ভারতবাসীর মনে বিদ্রোহের আগুন জ্বালিয়েছিল।

Netai Subhas Chandra Bose Birth Anniversary (File Photo)

Netaji Subhash Chandra Bose Jayanti 2022 In Bengali: "তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। " কিম্বা "দিল্লি চলো চলো দিল্লি"। সেই কতদিন আগে ইথার তরঙ্গে ভেসে আসা এক দৃপ্তকণ্ঠের এই ভাষণ পরাধীন ভারতবাসীর মনে বিদ্রোহের আগুন জ্বালিয়েছিল। স্বাধীনতার আকঙ্খাকে বাড়িয়ে দিয়েছিল। সমকালীন পারস্পরিকতা থেকে অনেকখানি এগিয়ে থাকা সেই মহান প্রাণের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhash Chandra Bose Jayanti 2022)। হ্যাঁ জানকীনাথ বসু ও প্রভাবতী দেবীর ছোট ছেলে নেতাজি নামেই চেনে গোটা দেশ। আজ তাঁর ১২৬-ম জন্ম জয়ন্তী। এই মহান প্রাণের বিনাশ নেই। এমনটাই বিশ্বাস করেন অনুরাগীরা। আজকের দিনে একবার ফিরে দেখা য়াক তাঁর সেই অমৃতবাণী সমূহের দিকে।

Netai Subhas Chandra Bose Birth Anniversary (File Photo)
Netai Subhas Chandra Bose Birth Anniversary (File Photo)
Netai Subhas Chandra Bose Birth Anniversary (File Photo)