Holi 2022 Date & Time: মহামারী কাটিয়ে ফিরছে রঙের উৎসব দোল, জেনে নিন দিনক্ষণ
দেখতে দেখতে চলে এল বসন্তের উৎসব দোল (Holi 2022 Date & Time)। আর মাত্র কয়েকদিন পরেই দোল পূর্ণিমা। মহামারীর প্রকোপ কাটিয়ে এবার চারদিকে আপন রঙে রাঙিয়ে দেওয়ার সময় এসেছে । দোল মানেই আবীর, দোল মানেই রঙের খেলা। সামাজিক দূরত্ব বিধি, করোনা যে উৎসবে বাদ সেধেছিল সেই উৎসব এবার ফের পুরনোনো আমেজে ফিরবে, এমন আশা রাখতেই পারি। শ্রীকৃষ্ণের দোল যাপনকে তো হোলি বলা হয়। রাধা-হ বাকি গোপিনীদের বর্ণময় রঙে রাঙিয়ে হোলিতে মেতে উঠতেন নন্দের দুলাল। আর হোলিকা দহন উৎসব তো মনের সমস্ত ময়লাকে পুড়িয়ে নতুনকে আহ্বানের উৎসব।
এবার ১৮ মার্চ দোল উৎসব। পরের দিন অর্থাৎ ১৯ মার্চ হোলি। দোল পূর্ণিমার সময় শুরু হচ্ছে ১৭ মার্চ রাত ১ টা বেজে ২৯ মিনিটে। শেষ হচ্ছে ১৮ মার্চ বেলা ১২টা বেজে ৪৬ মিনিটে। হোলিকাদহনের তিথি শুরু হচ্ছে ১৭ মার্চ রাত নটা বেজে ৩০ মিনিটে শেষ হচ্ছে ঠিক এক ঘম্টা পরে রাত ১০টা বেজে ৩০ মিনিটে।
বসন্ত মানেই বর্ণিল এক আবহাওয়া। ঠান্ডাও নয় আবার গরমও নয়। গাছে গাছে নতুন পাতা, ফুলের সমারোহ। কোকিলের ডাক, বাতাসে যেন আনন্দের সুর খেলে বেড়ায় সর্বত্র। তাইতো কবিগুরু রবীন্দ্রনাথ এই দোলের দিন বসন্ত উৎসবের সূচনা করেছিলেন সান্তিনিকেন ব্রহ্ম বিদ্যালয়ে। আসুন এই দোলে মনের রঙে রাঙিয়ে দিই সকলকে। হিংসা দ্বেষ, জ্বরা সব দূর হোক।