Thailand Lord Buddha: ভারত থেকে পাঠানো ভগবান বুদ্ধের দেহাবশেষ পৌঁছাল রয়্যাল গ্রাউন্ড সানাম লুয়াং-এ

ভারত থেকে পাঠানো ভগবান বুদ্ধের দেহাবশেষ পৌঁছেছে থাইল্যান্ডে। ২৩ ফেব্রুয়ারি, থাইল্যান্ডের (Thailand) প্রধানমন্ত্রী মিছিল করে রয়্যাল গ্রাউন্ড সানাম লুয়াং (Royal ground Sanam Luang) নামক মিউজিয়ামে নিয়ে যাওয়া হয় ভগবান বুদ্ধের দেহাবশেষ। এদিন শোভাযাত্রার সঙ্গে আয়োজন করা হয় জাতীয় কর্মসূচির। ভগবান বুদ্ধের (Lord Buddha) সঙ্গে পাঠানো হয়েছে তাঁর দুই শিষ্য, অরহন্ত সারিপুত্ত এবং মহা মোগলিয়ানের দেহাবশেষও।

এতদিন ধরে ভগবান বুদ্ধের দেহাবশেষ ভালোভাবে সংরক্ষিত করা হয়েছে ভারতেই, তারই কিছু অংশ পাঠানো হয় থাইল্যান্ডে। প্রকৃতপক্ষে, থাইল্যান্ডে রয়েছে বড় সংখ্যক বৌদ্ধ ধর্মের অনুসারী এবং এই অনুগামীরা যাতে তাদের ভগবানের দর্শন করতে পারে তার জন্য এই দেহাবশেষ সেখানে পাঠানো হয়েছে। ১৯ মার্চ পর্যন্ত ভক্তদের দর্শনের উদ্দেশ্যে চারটি আলাদা জায়গায় রাখা হবে। এই দেহাবশেষের এতদিন মধ্যপ্রদেশের একটি স্তূপে নিরাপদে সংরক্ষণ করা হয়েছিল।



@endif