Swami Vivekanada Jayanti 2023: আজ স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে সঠিক পথ প্রদর্শনের জন্য আপনার বন্ধু-পরিজনদের মধ্যে শেয়ার করুন এই বাংলা Wishes, Facebook Greetings, WhatsApp Status, এবং SMS গুলি

১৯৮৪ সালে ভারত সরকার এই দিনটিকে ‘জাতীয় যুব দিবস’ বলে ঘোষণা করেন। সারা দেশে ‘জাতীয় যুব দিবস’ পালিত হয় তাঁর স্মরণে। যুবশক্তির অন্যতম আদর্শ তিনি। বাঙালি জাতি, হিন্দু ধর্মকে তিনিই প্রথম বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন।

আজ স্বামী বিবেকানন্দের ১৬০-তম জন্মবার্ষিকী (Swami Vivekananda Jayanti 2023)। ১৯৮৪ সালে ভারত সরকার এই দিনটিকে ‘জাতীয় যুব দিবস’ বলে ঘোষণা করেন। সারা দেশে ‘জাতীয় যুব দিবস’ পালিত হয় তাঁর স্মরণে। যুবশক্তির অন্যতম আদর্শ তিনি। বাঙালি জাতি, হিন্দু ধর্মকে তিনিই প্রথম বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় তাঁর সেই বিখ্যাত বক্তৃতার কথা তো সকলেই জানেন। তিনি বুঝিয়েছিলেন, ঈশ্বর রয়েছেন মানুষের মধ্যেই। আর এই তত্ত্বটিকে ‘শিবজ্ঞানে জীবসেবা’ বলেই ব্যাখ্যা করেছিলেন তিনি।

এই বিশেষ দিনটিকে উপলক্ষ করে 'লেটেস্টলি বাংলা '(LatestLY Bangla) নিয়ে এসেছে তাঁর দেখানো পথের কিছু বাণী (Quotes) এবং শিক্ষা। আপনার কাছের মানুষদের পাঠিয়ে দিন এই সমস্ত শুভেচ্ছা বার্তাগুলি। আর তাঁদের সঠিক পথে চলার বার্তা পৌঁছে দিন।