Subho Ganesh Chaturthi 2022: এই গণেশ চতুর্থীতে আত্মীয় পরিজনকে Messenges, Whatsapp Status, Images -এ শেয়ার করুন শুভেচ্ছাবার্তা
আপনার সকল কাজে যেন সফলতা আসে। প্রার্থনা করি যেন এই উৎসবের মধ্যে দিয়ে আমাদের দেশ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।
গণেশ উৎসব (Ganesh Chaturthi 2022) উপলক্ষে সাজসাজ রব বাণিজ্য নগরী মুম্বই সহ গোটা ভারতে। শিল্পপতি থেকে সাধারণ গৃহস্থ, সিদ্ধিদাতা গণেশের পুজো উপলক্ষে সব বাড়িতেই শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি৷ গণপতির বন্দনার আয়োজনে দেশে সবথেকে বেশি নজর কাড়ে আরব সাগরের তীরের মুম্বই শহর৷ তবে গত ১ দশক ধরে পশ্চিমবঙ্গেও বেশ বড় আকারে গণেশ চতুর্থী হচ্ছে৷ করোনা মহামারীর বছরে সেই উৎসবের উদযাপনে খানিকটা ভাটা পড়লেও ২০২২ সালে আবার নতুন উদ্যমে মেতে উঠেছে বাঙালিরা। আপ্যায়নে কিন্তু কোনও খামতি নেই৷ নিজের রাজ্যে সশরীরের উৎসবের আনন্দ নিতে পারলেও অন্য রাজ্যের গণেশ উৎসবে (Ganesh Chaturthi) তো ভার্চুয়ালি যোগদানের ব্যবস্থা রয়েছেই। তাই গণপতির আরাধনা উপলক্ষে পাশে থেকেই হোক কিংবা দূর থেকে লেটেস্টলি বাংলার (Latestly Bangla) শুভেচ্ছা পত্র (Ganesh Chaturthi 2022 Wishes) পাঠিয়ে দিন আত্মীয় পরিজন ও বন্ধুদের৷