Sharad Navaratri 2024 Day 9: নবরাত্রির নবম দিনে পূজিত হন দেবী সিদ্ধিদাত্রী, তাঁর আরাধনা করলে ভক্তরা অষ্ট সিদ্ধি লাভ করেন

Devi Siddhidhatri Photo Credit: X@ParimalSuklaba1

শারদ নবরাত্রি (Sharad Navaratri) উৎসবের নয় দিনে মা দুর্গার নয়টি ভিন্ন রূপকে পুজো করা হয়। নবদুর্গার নবম তথা শেষ রূপ হল সিদ্ধিদাত্রী (Devi Siddhidatri)।। মা সিদ্ধিদাত্রী ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন এবং তাদের খ্যাতি, শক্তি এবং সম্পদ দান করেন। পৌরাণিক গ্রন্থে মা সিদ্ধিদাত্রীকে সিদ্ধি ও মোক্ষের দেবী হিসেবে বিবেচনা করা হয়। বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন সিদ্ধির কথা উল্লেখিত আছে। তবে, অষ্টসিদ্ধির মার্কণ্ডেয় পুরাণ অনুসারে, 'সিদ্ধিদাত্রী' অষ্টভুজা, ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্রীকৃষ্ণ জন্ম খণ্ডে 'সিদ্ধিদাত্রী' অষ্টাদশভুজা। 'সিদ্ধিদাত্রী' চতুর্ভুজা রূপেও দেখা যায়। সেখানে তিনি অর্ধনারীশ্বররূপী। অষ্টসিদ্ধি বা আটটি সিদ্ধি হল- অনিমা, মহিমা, গরিমা, লঘিমা, প্রাপ্তি, প্রকাম্য, ঈশিত্ব ও বশিত্ব।

দেবী সিদ্ধিদাত্রী এই সমস্ত সিদ্ধি পরিচালনা করেন এবং যে ব্যক্তি এই দিনে দেবীকে স্মরণ করেন সে এই সমস্ত ক্ষমতা অর্জন করেন। অনেক সাধক আছেন যাঁরা ভগবৎ শক্তির আরাধনা করেন এই সব যোগসিদ্ধির জন্যই। দেবী সন্তুষ্ট হলে সাধক এই সকল সিদ্ধি ও নিধির ধারক হয়ে ওঠেন।

মা সিদ্ধিদাত্রীর রূপ

মা সিদ্ধিদাত্রীর রূপ অত্যন্ত কোমল ও আকর্ষণীয়। মা লক্ষ্মীর মতো তার আসনও পদ্ম। তার চারটি বাহু আছে। ডান পাশের উভয় বাহুতে গদা ও চক্র রয়েছে। বাম বাহুতে পদ্মফুল ও শঙ্খ রয়েছে।মা সিদ্ধিদাত্রী সর্বসিদ্ধিদাত্রী অর্থাৎ তাঁর উপাসনায় সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি। সবাইকে বরাভয় দেন এই মাতৃকামূর্তি। মায়ের এই রূপ হল শান্ত রূপ। চার হাতের সিদ্ধিদাত্রী মাকে পূজো করলে মায়ের আশীর্বাদে ভক্তদের পুণ্য লাভ হয়।

দেবী ভগবৎ পুরাণে আছে, স্বয়ং মহাদেব দেবী দুর্গাকে সিদ্ধিদাত্রী রূপে পুজো করেছিলেন এবং তার ফলে মহাদেব সকল সিদ্ধি লাভ করেন। সিদ্ধিদাত্রীর আশীর্বাদেই অর্ধনারীশ্বর রূপ লাভ করেন মহাদেব।