Maha Kumbh 2025: ১২ বছর পর ফের মহাকুম্ভের যোগ, ঘোষণা হল শাহী স্নানের দিনক্ষণ
কুম্ভমেলা ২০২৫ এ রয়েছে তিনটি শাহী স্নানের যোগ। দেশের ১৩টি আখড়ার দ্রষ্টারা সেই মহা যোগের দিনক্ষণ নির্ধারণ করেছেন
প্রয়াগরাজ (Prayagraj) কুম্ভ স্নান সারা বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান গুলির মধ্যে একটি। বিশ্বের নানা প্রান্ত থেকে হিন্দু ধর্মাবলম্বী মানুষরা এই মহাস্নানে আসেন পূণ্য অর্জনের জন্যে। কাতারে কাতারে মানুষ এসে ভিড় করে এই কুম্ভমেলায় (Kumbh Mela)। সাধারণত প্রতি চার বছর অন্তর কুম্ভমেলা আয়োজিত হয়। প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার (গঙ্গা) ও প্রয়াগে (প্রয়াগরাজ) অর্ধকুম্ভ আয়োজিত হয়। আর প্রতি ১২ বছরের ব্যবধানে পূর্ণকুম্ভ বা মহাকুম্ভ অনুষ্ঠিত হয় (Maha Kumbh 2025)। প্রয়াগ, হরিদ্বার, উজ্জ্বয়িনী ও নাসিকে এই পূর্ণকুম্ভ আয়োজিত হয়। ২০২৫ সালে সেই মহাকুম্ভ মেলার যোগ পড়েছে।
২০১৩ সালের পর আবার ২০২৫ সালে মহাকুম্ভের যোগ (Maha Kumbh 2025)। সেই বছর ১২০ মিলিয়ন মানুষ এই ধর্মীয় অনুষ্ঠানের যোগ দিতে এসেছিলেন। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) প্রয়াগরাজে অনুষ্ঠিত ২০২৫ মহা কুম্ভে শাহী স্নানের দিনক্ষণ ঘোষণা করা হল। প্রয়াগরাজ মেলা কর্তৃপক্ষ এবং দেশের ১৩টি আখড়ার দ্রষ্টারা সেই শাহী স্নানের নির্ঘণ্ট জানিয়েছেন।
কুম্ভমেলা ২০২৫ এ রয়েছে তিনটি শাহী স্নানের যোগ (Shahi Snan in Maha Kumbh 2025)। দেশের ১৩টি আখড়ার দ্রষ্টারা সেই মহা যোগের দিনক্ষণ নির্ধারণ করেছেন। ১২ বছর পর পূর্ণকুম্ভে শাহী স্নানের দিনগুলি হল...
১৪ জানুয়ারি, ২০২৫ (মকর সংক্রান্তি)
২৯ জানুয়ারি, ২০২৫ (মৌনী অমাবস্যা)
২ ফেব্রুয়ারি, ২০২৫ (বসন্ত পঞ্চমী)