পুরাণের হারিয়ে যাওয়া নদীই কি বিদ্যার দেবী সরস্বতী?

দেবীমাহাত্ম্য থেকে হারানো নদীর রহস্য- সব মিলিয়ে সরস্বতী আজও রহস্যাবৃতাই৷ একই সঙ্গে গবেষকদের কাছে কৌতূহলেরও৷ বৈদিক সরস্বতী নদী ছাড়া এক সরস্বতী নদী আছে এ বাংলাতেও৷ সেই হারিয়ে যাওয়া নদীই আসলে দেবী সরস্বতী।

ছবিতে দেবী সরস্বতী(Photo Credit: Pixabay)

দেবীমাহাত্ম্য থেকে হারানো নদীর রহস্য- সব মিলিয়ে সরস্বতী আজও রহস্যাবৃতাই৷ একই সঙ্গে গবেষকদের কাছে কৌতূহলেরও৷ বৈদিক সরস্বতী নদী ছাড়া এক সরস্বতী নদী আছে এ বাংলাতেও৷ সেই হারিয়ে যাওয়া নদীই আসলে দেবী সরস্বতী।

এখানে সরস্বতীকে(Goddess Saraswati) অন্নদাত্রী, শিক্ষয়িত্রী, জ্ঞানদাত্রী ও জলদাত্রী হিসেবেই বর্ণনা করা হয়েছে৷ অধুনা অবলুপ্ত বৈদিক নদী সরস্বতীর ধারণা আমরা এখান থেকেই পেয়ে যাই৷ বৈদিক সভ্যতার ভিত্তি ছিল এই নদীর জলরাশিই৷ কিন্তু কালক্রমে তা হারিয়ে যায়৷ বস্তুত সিন্ধু সভ্যতাও সরস্বতীর জলেই পুষ্ট হয়েছিল৷ আজ যে যমুনাকে আমরা দেখি, তা এককালে সরস্বতীরই উপনদী ছিল( Aryan boundary river)৷ আমরা স্মরণ করতে পারি, কৃষ্ণের দাদা বলরাম একবার যমুনাকে আকর্ষণ করেছিলেন৷ পৌরাণিক এ কাহিনীর ভিতর থেকে নদীর গতিপথ পরিবর্তন হওয়ার বিষয়টি স্পষ্ট৷ বড়সড় কোনও পরিবর্তনের জেরেই রাজস্থানের কোনও গ্রামের কাছে হারিয়ে যায় সরস্বতীর পথ৷ তবে অন্তঃসলিলা হয়ে সরস্বতী আজও বয়ে চলে বলে অনেকের ধারণা৷ সরস্বতী নদী যে ছিল এ নিয়ে আজ আর কোনও সংশয় নেই৷ দীর্ঘ গবেষণায় তা প্রমাণিত হয়েছে৷

বৈদিক সভ্যতা যত সরস্বতীর জলরাশির আশীর্বাদ পেয়েছে, ততই দেবীর মাহাত্ম্য পেয়েছেন সরস্বতী৷ তাঁকে সভ্যতার ধাত্রী, জ্ঞানদায়িনী হিসেবে কল্পনা করা হয়েছে৷ কখনও বলা হয়েছে তিনি ব্রহ্মার মানসপুত্র৷ ব্রহ্মা স্বয়ং এই জগৎ সৃষ্টি করেছে সরস্বতীকে সঙ্গে নিয়ে৷ বিপুলা জলরাশির নদী ছাড়া যে সভ্যতা গড়ে উঠতে পারে না তা সহজেই অনুমেয়৷ আবার কখনও সরস্বতীকে ব্রহ্মার স্ত্রী হিসেবেও কল্পনা করা হয়েছে৷ জানা যায়, সরস্বতী বিষ্ণুরই স্ত্রী ছিলেন৷ কিন্তু লক্ষ্মী-সরস্বতী ও বিষ্ণুর অন্য স্ত্রীর মধ্যে কলহ লেগে থাকত৷ আর তাই বিষ্ণু সরস্বতীকে ব্রহ্মার হাতে তুলে দেন৷ কলহ তো নেহাতই ছুতো৷ আসলে লক্ষ্মী ও সরস্বতী- অর্থ ও প্রজ্ঞা- দুয়ে মিলেই যে সভ্যতার উণ্মেষ, এ কাহিনী যেন তারই ইঙ্গিত দেয়৷

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now