Ramakrishna Jayanti 2022: কবে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি? জানুন এই দিনের তাৎপর্য

শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ১৮ ফেব্রুয়ারি ১৮৬৩ সাল অর্থাৎ পরাধীন ভারতে তাঁর জন্ম। ২০২২ সালে ১৮৬-তম জন্মজয়ন্তী পালিত হবে এবার। দয়া, উদারতা, শিক্ষা, ভালবাসার জন্য এখনও জনমনে স্মরণীয়।

Ramakrishna Jayanti 2022 (File Image)

শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ১৮ ফেব্রুয়ারি ১৮৬৩ সাল অর্থাৎ পরাধীন ভারতে তাঁর জন্ম। ২০২২ সালে ১৮৬-তম জন্মজয়ন্তী পালিত হবে এবার। দয়া, উদারতা, শিক্ষা, ভালবাসার জন্য এখনও জনমনে স্মরণীয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে যেদিন তাঁর জন্ম হয়েছিল সেদিনই রামকৃষ্ণ জন্মজয়ন্তী পালিত হয়ে আসছে। চলতি বছরের আগামী ৪ ফেব্রুয়ারি শুক্রবারে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি (Ramakrishna Jayanti 2022) পালিত হবে।

উল্লেখ্য, ফাল্গুন অথবা মাঘ মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিকে রামকৃষ্ণের আবির্ভাব দিবস হিসেবে ধরা হয়। পশ্চিমবঙ্গের হুগলি জেলার এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম হয়। পিতৃদত্ত নাম গদাধর চট্টোপাধ্যায়। তাঁর আধ্যাত্মিকতার জন্য জনমনে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলতে পেরেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। পাঞ্জাবের সাধু তোতাপুরী ছিলেন তাঁর বৈদিক গুরু। এই গুরুদেবই গদাধরকে পরমহংসদেব উপাধি দিয়েছিলেন।

রামকৃষ্ণ অন্যতম শিষ্য স্বামী বিবেকানন্দ, যিনি হিন্দুত্ব, আধ্যাত্মিকতাবাদের এক আধুনিকতার মোড়কে বিশ্বের দরবারে ভারতকে  উপস্থাপন করেছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদে জনমনে ভালবাসা, সম্প্রীতির বাতাবরণ তৈরি হোক, এই কাম্য।



@endif