Maharashtra: মুম্বইয়ের লালবাগচা রাজা গণেশ মূর্তি বিসর্জনে অসংখ্য মানুষের ভিড়, দেখুন
মুম্বই শহরে এখন গণেশ বিসর্জনের পালা চলছে।
নয়াদিল্লি: অসংখ্য মানুষ মিছিল করে এগিয়ে চলেছেন লালবাগচা রাজা গণেশ মূর্তি বিসর্জন দিতে। ১০ দিনব্যাপী গণেশ উৎসবের সম্পাতি। মুম্বই শহরে এখন গণেশ বিসর্জনের পালা চলছে। আজ সকাল ৯টা ২০ মিনিটে লালবাগচা রাজা-র (Lalbaugcha Raja) গণেশ মূর্তি বিসর্জন বিসর্জন হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হওয়া শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বিসর্জনের জন্য গিরগাঁও চৌপাটিতে পৌঁছায়। শুক্ল পক্ষের চতুর্থী তিথিতে দেবতা গণেশের জন্ম। তাই প্রতি বছর এই তিথিতে গণেশ উৎসব পালিত হয়। চতুর্থী তিথি থেকে শুরু করে অনন্ত চতুর্দশী পর্যন্ত দশ দিন ধরে গণেশ উৎসব পালিত হয়।
দেখুন