Mega Bihu Program In Guwahati: অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে গুয়াহাটিতে আয়োজিত বিশাল বিহু অনুষ্ঠান উপভোগ করছেন মোদি, দেখুন অপূর্ব সেই ভিডিয়ো

রঙ্গোলি বিহু উপলক্ষে সেজে উঠেছে অসম। বৃহস্পতিবার অসমের রাজধানী গুয়াহাটির সারুসাজাই স্টেডিয়ামে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে সবথেকে বড় বিহু নাচের অনুষ্ঠান করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন অসমের লোকনৃত্য শিল্পী ও বাদ্যবাদকরা।

Photo Credits: ANI

গুয়াহাটি: রঙ্গোলি বিহু (Rongali Bihu) উপলক্ষে সেজে উঠেছে অসম। বৃহস্পতিবার অসমের রাজধানী গুয়াহাটির সারুসাজাই স্টেডিয়ামে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Assam's CM Himanta Biswa Sarma) উপস্থিতিতে সবথেকে বড় বিহু নাচের অনুষ্ঠান করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন অসমের লোকনৃত্য শিল্পী ও বাদ্যবাদকরা।

আর শুক্রবার বিকেলে গুয়াহাটিতে (Guwahati) আয়োজিত বিশাল বড় বিহু অনুষ্ঠানে (Mega Bihu Program) অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে অপূর্ব সাজে সাজানো রথে চেপে অনুষ্ঠানস্থলে ঘুরে পুরো বিষয়টিকে উপভোগ করতে দেখা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi)।

দেখুন ভিডিয়ো:

ওই অনুষ্ঠানের দুটি ভিডিয়ো (Video) পোস্ট করা হয়েছে সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটার পেজ থেকে। যা দেখে মোহিত হয়ে পড়েছেন নেটিজেনরা। এই রকম অসাধারণ মুহূর্তের সাক্ষী থাকতে পেরে আনন্দিত হতে দেখা গেছে প্রধানমন্ত্রীকেও। আরও পড়ুন: Indonesian Hackers: ভারতের সরকারি পোর্টালগুলিতে সাইবার হামলার ছক ইন্দোনেশিয়ান হ্যাকারদের, সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রক

দেখুন ভিডিয়ো: