Netaji Subhash Chandra Bose Birth Anniversary 2023: পরাক্রম দিবসের উদযাপনে আপনার জন্য রইল নেতাজীর আত্ম-উদ্ভাসিত উক্তি, শেয়ার করুন
আজ ২৩ জানুয়ারি তার জন্মদিনে পুরো দেশবাসী তাকে স্মরণ করছি । এই দিন শুধুমাত্র নেতাজীর জন্মদিন পালন করা হয়না, স্মরণ করা হয় সেই দুধর্ষ মানুষটাকে আর তাঁর পরাক্রমকে
"তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো" ।
বিপ্লবী কার্যকলাপ ও অক্লান্ত সংগ্রামী কর্ম প্রচেষ্টার দ্বারা ভারতের স্বাধীনতাকে এক ধাক্কায় কয়েক দশক এগিয়ে এনেছিলেন যিনি, "জয় হিন্দ" - যার এমন আত্ম-উদ্ভাসিত উক্তি, তিনি হলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের চির স্মরণীয় কিংবদন্তি নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)।তিনি যেভাবে দেশের জন্য কাজ করেছেন, ইংরেজ শাসনের বিরুদ্ধে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছেন তা একমাত্র তার দ্বারাই সম্ভব । যদিও তার মৃত্যুদিন নিয়ে অনেক বিতর্কিত মতবাদ রয়েছে । কিন্তু একটা কথা আছেনা, দেশপ্রেমের কখনো মৃত্যু হয়না । তিনি চিরকাল প্রতিটি ভারতবাসীর হৃদয়ে বিদ্যমান থাকবেন আমাদের মনের মণিকোঠায়।
আজ ২৩ জানুয়ারি তার জন্মদিনে পুরো দেশবাসী তাকে স্মরণ করছি । এই দিন শুধুমাত্র নেতাজীর জন্মদিন পালন করা হয়না, স্মরণ করা হয় সেই দুধর্ষ মানুষটাকে আর তাঁর পরাক্রমকে( Parakram Divas 2023) যা ছাড়া হয়তো আমাদের এই স্বাধীনতা সম্ভবই ছিলো না ।তাই এই বিশেষ দিনে লেটেস্টলি বাংলার তরফ থেকে রইল নেতাজীর আত্ম-উদ্ভাসিত উক্তি দিয়ে সাজানো আমাদের বিশেষ শ্রদ্ধার্ঘ
Tags
Netaji
Netaji Birthday
NETAJI QUOTE IN BENGALI
Netaji Subhas Chandra Bose
Netaji Subhas Chandra Bose Jayanti
Netaji Subhash Chandra Bose Jayanti
Subhas Chandra Bose Jayanti
Subhas Chandra Bose Jayanti 2023
Subhas Chandra Bose Jayanti 2023 Date
Subhas Chandra Bose Jayanti Celebration
Subhas Chandra Bose Jayanti Date