Navratri 2022: নবরাত্রির সপ্তম দিনে দুর্গা নিলেন কালরাত্রির রূপ , জেনে নিন কালরাত্রির পৌরাণিক কাহিনী
কালরাত্রি ভীষণদর্শনা দেবী। তাঁর গায়ের রং ঘন অন্ধকারের মতো কালো । তিনি এলোকেশিণী । তার গলায় দোলে বজ্রের মালা । তিনি ত্রিনয়নী এবং তার চোখদু'টি ব্রহ্মাণ্ডের মতো গোলাকার । তাঁর নিঃশ্বাস-প্রশ্বাসের সঙ্গে ভয়ংকর অগ্নিশিখা নির্গত হয় ।
আজ মহাসপ্তমী, নবরাত্রি উদযাপনের সপ্তম দিন। এই দিনে মা দুর্গার সপ্তম রূপ মা কালরাত্রির পূজা করা হয়। সর্বদা শুভ ফল প্রদানের কারণে তাকে শুভঙ্করীও বলা হয়। কথিত আছে, শুম্ভ, নিশুম্ভ ও রক্তবীজ বধের জন্য দেবী দুর্গাকে কালরাত্রির রূপ ধারণ করতে হয়েছিল।মা কালরাত্রি দুষ্টদের ধ্বংস করার জন্য পরিচিত, তাই তার নাম কালরাত্রি।
কালরাত্রি ভীষণদর্শনা দেবী। তাঁর গায়ের রং ঘন অন্ধকারের মতো কালো । তিনি এলোকেশিণী । তার গলায় দোলে বজ্রের মালা । তিনি ত্রিনয়নী এবং তার চোখদু'টি ব্রহ্মাণ্ডের মতো গোলাকার । তাঁর নিঃশ্বাস-প্রশ্বাসের সঙ্গে ভয়ংকর অগ্নিশিখা নির্গত হয় । কালরাত্রির বাহন গর্দভ বা গাধা । তিনি চতুর্ভূজা ৷ তার চার হাতে বর ও অভয়মুদ্রা এবং খড়্গ ও লোহার কাঁটা রয়েছে ।কথিত আছে যে নবরাত্রির সপ্তম দিনে নিয়ম অনুসারে মা কালরাত্রির আরাধনা করেন, তার সমস্ত কষ্ট দূর হয়। মা কালরাত্রির আরাধনা করলে ভয় ও রোগ নাশ হয়। এর সাথে ভূত, অকাল মৃত্যু, রোগ, শোক প্রভৃতি সকল প্রকার কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়।
ভগবত্ পুরাণ অনুসারে দেবী কালরাত্রি চণ্ড ও মুণ্ডর চুলের মুঠি ধরে তা ধড় থেকে আলাদা করে দেন । চণ্ড ও মুণ্ডের হত্যা করার জন্য দেবী কালরাত্রি চামুণ্ডা নামেও পরিচিত । কালরাত্রির পুজোয় অবশ্যই ভোগ হিসেবে ক্ষীর ও খিচুড়ি নিবেদন করতেই হয় । এই দেবীর প্রিয় ফুল হল রক্তজবা । ১০৮ টি জবা ফুল দিয়ে গাঁথা মালা দেবীর চরণে অর্পণ করতে হয় ।