Ganga Sagar Mela: গঙ্গাসাগরকে জাতীয় মেলা ঘোষণার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি মমতার
গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গঙ্গাসাগর মেলাকে (Ganga Sagar Mela) জাতীয় মেলা (National Fair) হিসেবে ঘোষণার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Banerjee)। বৃহস্পতিবার পাঠানো ওই চিঠিতে প্রধানমন্ত্রীকে একবার গঙ্গাসাগর আসার জন্যও অনুরোধ জানিয়েছেন তিনি। আরও পড়ুন: FIR Against ED: ইডি আধিকারিকদের বিরুদ্ধে পুলিশের এফআইআরে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
ওই চিঠিতে বাংলা ভাষাকে শাস্ত্রীয় ভাষা হিসেবে গ্রহণ করার জন্য অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ারও অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।