Mahalaya 2024 Wishes In Bengali: পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা, মহালয়ার সকালে রইল লেটেস্টলি বাংলার সচিত্র শুভেচ্ছা পত্র
আজ মহালয়া (Mahalaya 2024), মহালয়া মানেই দেবীর আগমন ধ্বনিত হতে থাকার সময়কাল। আর মহালয়া মানেই পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনার বার্তা।পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনার দিনে মহালয়ায় পূর্ব পুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনে করা হয় তর্পণ। বিশ্বাস করা হয়, পূর্ব পুরুষদের আত্মা এই সময় মর্ত্যলোকের খুব কাছে আসে। তাঁদের জলদানের উদ্দেশেই এই তর্পণ করা হয়। এছাড়াও মহালয়ার সকালে একটি ঐতিহ্য যা প্রায় প্রতিটি বাঙালি পরিবারে অনুসরণ করা হয়, তা হল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী, এদিন ভোর ৪ টের সময় রেডিওতে শুনতে পাওয়া যায় এই অনুষ্ঠান। বছরে একবার হলেও ব্যাপকভাবে জনপ্রিয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী, এই অনুষ্ঠানে দেবী দুর্গা সপ্তসতীর চণ্ডীপাঠ নামক শ্লোক পাঠ, বাংলায় ভক্তিমূলক গান এবং আরও অনেক কিছু শোনা যায়।
দেবীপক্ষের সূচনায় আপনার জন্য রইল লেটেস্টলি বাংলার সচিত্র শুভেচ্ছা পত্র-