Laxmi Puja 2020 Wishes in Bengali: কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা; পরিবার, পরিজনদের শেয়ার করুন এই বাংলা শুভেচ্ছাপত্র
উমা ঘরে ফিরতেই বাঙালির মন খারাপ। বাঙালির মনে দুর্গাপুজোর পর একটু আনন্দ ফিরিয়ে দিতে ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের (Aswin) শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর (Lakshmi Puja 2020) আরাধনা করা হয়। বাঙালি হিন্দুর ঘরে এ এক চিরন্তন প্রার্থনা। অনেকেই সারা বছর প্রতি সপ্তাহের বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর আরাধনা করে থাকেন। এছাড়া শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলীতে লক্ষ্মীর পুজো হয়। উল্লেখ্য, খারিফ শস্য ও রবি শস্য ঠিক যে সময় হয় ঠিক সেই সময় বাঙালি মেতে ওঠে লক্ষ্মীর আরাধনায়। তবে পুজোর উপাচার পরিবর্তন হয় মাস ভেদে। এই বছর ৩০ অক্টোবর লক্ষ্মী পুজো।
Lokkhi Puja 2020 Wishes in Bengali: উমা ঘরে ফিরতেই বাঙালির মন খারাপ। বাঙালির মনে দুর্গাপুজোর পর একটু আনন্দ ফিরিয়ে দিতে ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের (Aswin) শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর (Lakshmi Puja 2020) আরাধনা করা হয়। বাঙালি হিন্দুর ঘরে এ এক চিরন্তন প্রার্থনা। অনেকেই সারা বছর প্রতি সপ্তাহের বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর আরাধনা করে থাকেন। এছাড়া শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলীতে লক্ষ্মীর পুজো হয়। উল্লেখ্য, খারিফ শস্য ও রবি শস্য ঠিক যে সময় হয় ঠিক সেই সময় বাঙালি মেতে ওঠে লক্ষ্মীর আরাধনায়। তবে পুজোর উপাচার পরিবর্তন হয় মাস ভেদে। এই বছর ৩০ অক্টোবর লক্ষ্মী পুজো।
কোজাগরী পূর্ণিমার দিন লক্ষ্মীপুজোর শুভেচ্ছা জানাতে লেটেস্টলি বাংলা (LatestLY Bangla) নিয়ে এসেছে শুভেচ্ছাপত্র। এগুলি পরিবার, পরিজন, আত্মীয়-স্বজনদের মধ্যে শেয়ার করে নিন।
এসো মা লক্ষ্মী বস ঘরে।
আমার এ ঘরে থেকো আলো করে।।
কোজাগরী লক্ষ্মী পুজোর প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন।
শুভ লক্ষ্মী পুজো
লক্ষ্মী পুজোর শুভেচ্ছা।
কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা।
নিশীথে বরদা লক্ষ্মী:।
জাগরত্তীতিভাষিণী তস্মৈ বিত্তং প্রযচ্ছামি অক্ষৈ:।
ক্রীড়াং করোতি য:, শুভ লক্ষ্মী পুজো।।