Lord Ganesha's Idol Immersion In Maharashtra: গণেশ প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে মুম্বই ও পুনে-তে জনজোয়ার, দেখুন ভিডিয়ো
মহারাষ্ট্রে আজ অর্থাৎ ২৮ সেপ্টেম্বর গণেশ প্রতিমা নিরঞ্জনের দিন। সেই উপলক্ষে পুনে-তে আয়োজিত প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় প্রচুর মানুষের ভিড় দেখা যায়।
মহারাষ্ট্রে (Maharashtra) আজ অর্থাৎ ২৮ সেপ্টেম্বর গণেশ প্রতিমা নিরঞ্জনের ( immersion of Lord Ganesha's idol) দিন। সেই উপলক্ষে পুনে (Pune)-তে আয়োজিত প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় প্রচুর মানুষের ভিড় দেখা যায়। প্রায় একই রকমের দৃশ্য চোখে পড়ে মুম্বইয়ের (Mumbai) লালবাগচা রাজা (Lalbaugcha Raja) গণেশ প্রতিমা নিরঞ্জনের সময়ও।
দেখুন ভিডিয়ো:
অন্যদিকে প্রবল বৃষ্টিকে (rainfall) উপেক্ষা করেই মুম্বইয়ের জুহু সমুদ্র সৈকতে (Juhu beach in Mumbai) গণেশ প্রতিমা নিরঞ্জনের যোগ দিয়েছিলেন প্রচুর মানুষ। বৃষ্টিকে উপেক্ষা করেই গণেশ প্রতিমা নিরঞ্জনে ভিড় জমিয়ে ছিলেন মানুষ।
দেখুন ভিডিয়ো: