Kojagori Lakshmi Puja 2024 Wishes: পূর্ণিমা তিথির পুণ্য লগ্নে কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা বার্তা শেয়ার করুন পরিবার,পরিজনদের সঙ্গে

লক্ষ্মী, তাঁরই কৃপায় ভরে ওঠে আমাদের সংসার। ধনসম্পদে ভরে ওঠে আমাদের জীবনপথ। মায়ের পদচিহ্ন যে সংসারে পড়ে, সেখানে আর অভাব থাকে না। মুছে যায় দৈন্যের হাহাকার। ভরে ওঠে ভাঁড়ার।

আজ কোজাগরী লক্ষ্মী পুজো। শারদ পূর্ণিমা তিথিতে মা আসবেন ঘরে ঘরে। মা লক্ষ্মী, তাঁরই কৃপায় ভরে ওঠে আমাদের সংসার। ধনসম্পদে ভরে ওঠে আমাদের জীবনপথ। মায়ের পদচিহ্ন যে সংসারে পড়ে, সেখানে আর অভাব থাকে না। মুছে যায় দৈন্যের হাহাকার। ভরে ওঠে ভাঁড়ার। তাই নিজের জন্য যেমন এই পুজো, তেমনই এই পুজো প্রিয়জনের উদ্দেশ্যেও হওয়া উচিত। আমাদের আত্মীয়স্বজন ও চারপাশের মানুষগুলো যেন ভালো থাকে। মায়ের কাছে নিজের পাশাপাশি এমনটাও কামনা করুক আমাদের মন। তাই কোজাগরী লক্ষ্মী পুজো উপলক্ষেই প্রিয়জনদের জানান আপনার মনের শুভকামনা। পাঠিয়ে দিন পছন্দের শুভেচ্ছাবার্তাটি।

 

 

 



@endif