Kargil Vijay Diwas 2022: ২৬ জুলাই ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা একটি দিন, বীর সেনানিদের উদ্দেশ্যে সেই ঐতিহাসিক দিনে শেয়ার করুন শুভেচ্ছাবার্তা Facebook, Whatsapp, Twitter এ
১৯৯৯ সালের ২৬শে জুলাই, ভারতীয় বীর সৈনিকদের রক্তে ৬০ দিন নিরন্তর লড়াইয়ের পরে উদয় হয়েছিল স্বাধীনতার সূর্যের, তার প্রথম আলো যেমন কার্গিলের শিখরে করে তুলেছিল রঞ্জিত, তেমনই কার্গিলের বাতাসে উড়েছিল ভারতের বিজয়পতাকা, শেষ হয়েছিল কার্গিল যুদ্ধ (Kargil War)। সেই ঘটনার স্মরণে আজও প্রতি বছর ২৬ জুলাই উদযাপিত হয় কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas) ।সেই যুদ্ধে আমরা যেসব বীর সৈনিকদের হারিয়েছি তাঁদেরকে শ্রদ্ধা জানিয়ে রইল আমাদের শুভেচ্ছা বার্তা। যুদ্ধের অংশগ্রহণকারী সমস্ত সৈনিকদের স্মরণ করে শেয়ার করুন কার্গিল বিজয় দিবসের শুভেচ্ছা, অভিনন্দন বার্তা।