Ganesh Chaturthi 2023: লালবাগচায় প্রার্থনা করতে পৌঁছলেন জেপি নাড্ডা, দেবেন্দ্র ফড়নবীশ ও আশিস শেলার
মুম্বই শহরের অন্যতম পুরনো পূজা লালবাগচা রাজা। এইবছর এই পূজা ৮৫ তম বর্ষে পড়ল।
মুম্বই: গণেশ চতুর্থী ঘিরে উৎসবমুখর মুম্বই। মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা (Lalbaugcha) রাজার দুয়ারে এলেন বিজেপি প্রধান জেপি নাড্ডা (JP Nadda), মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও মুম্বইয়ের বিজেপির সভাপতি আশিস শেলার। ১৯৩৪ সাল থেকে চালু হয়েছে এই গণপতি পূজা। মুম্বই শহরের অন্যতম পুরনো পূজা লালবাগচা রাজা পূজা।
দেখুন
এইবছর লালবাগচা রাজা পূজা ৮৫ তম বর্ষে পড়ল।