January 2025 Month Vrat Utsav: নতুন বছরে লোহরি ও মকর সংক্রান্তির পাশাপাশি রয়েছে রাজকীয় স্নানের মহাউৎসব, জেনে নিন জানুয়ারি মাসের উপবাস ও উৎসবের সম্পূর্ণ তালিকা...

২০২৪ সাল শেষ হয়ে নতুন বছর শুরু হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সবাই। নতুন বছর নতুন উদ্যম, নতুন আনন্দের সঙ্গে বয়ে আনে বিভিন্ন উপবাস ও উৎসব। তবে ২০২৫ সালের জানুয়ারি মাসের সবচেয়ে আকর্ষণীয় উৎসব হল মহা কুম্ভ। এটি বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক মেলা, যা প্রতি ১২ বছর অন্তর অনুষ্ঠিত হয়। মহা কুম্ভ মেলার মধ্যে রয়েছে ৫টি শাহী স্নানের মধ্যে তিনটি শাহী স্নান পড়ছে ২০২৫ সালের জানুয়ারিতে। এছাড়াও অসংখ্য উৎসব, উপবাস, মেলা এবং বার্ষিকী রয়েছে নতুন বছরের প্রথম মাসে। চলুন জেনে নেওয়া যাক ২০২৫ সালের জানুয়ারি মাসের উৎসব, উপবাস, মেলা এবং বার্ষিকীর সম্পূর্ণ তালিকা...