Independence Day Fancy Dress Ideas: স্বাধীনতা দিবস উপলক্ষে যেমন খুশি সাজো প্রতিযোগিতায় এই ভাবে সাজান সন্তানকে, দেশপ্রেমের রঙে রাঙিয়ে তুলুন গোটা দেশ...

Credit: YouTube

১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ভারত। স্বাধীনতা লাভের পর থেকে প্রতি বছর ১৫ আগস্ট দিনটিতে গোটা দেশে ধুমধাম করে পালন করা হয় স্বাধীনতা দিবস। ভারতের সবচেয়ে বড় উৎসব হল এটি। এটি এমন একটি উৎসব যা ধর্ম-বর্ণ নির্বিশেষে সমস্ত দেশবাসী একত্রিত হয়ে পালন করে। আর কয়েকদিনের অপেক্ষা, তারপর পালন করা হবে ৭৮তম স্বাধীনতা দিবস।

দেশজুড়ে শুরু হয়েছে স্বাধীনতা দিবসের প্রস্তুতি। এই দিনে স্কুল, কলেজ, পাড়ায় পাড়ায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতা। এই দিনের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান বা প্রতিযোগিতা হল 'যেমন খুশি সাজো'। স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে এই অনুষ্ঠান বা প্রতিযোগিতা উপলক্ষে তাদের মতো সাজানো যেতে পারে। এর ফলে শিশুরাও দেশের এবং দেশের জন্য নিজের প্রাণ উৎসর্গ করা মুক্তিযোদ্ধাদের বিষয়ে জানতে পারবে, তাদের মনে বাড়বে দেশপ্রেমের অনুভূতি।

১৫ আগস্ট উপলক্ষে মুক্তিযোদ্ধার সাজে বক্তৃতা, নাচ ও দেশাত্মবোধক গানে অংশ নেওয়ার মধ্যে রয়েছে একটা আলাদা আনন্দ। এছাড়া ছোট ছোট ছেলেমেয়েদের এই সাজে দেখলে মনে পড়ে যায় নিজেদের ছোটবেলার দিনগুলো। এই দিন ছোট ছোট ছেলেমেয়েদের সাজানো যেতে পারে ভগত সিং, মহাত্মা গান্ধী, নেহেরু, সুভাষচন্দ্র বসুর, ঝাঁসির রানি। দুনিয়া যতই আধুনিক হোক না কেন ১৫ আগস্টে শিশুদের মধ্যে অভিনব পোশাক পরার উদ্দীপনা দেখতে পাওয়া যায়। এই দিন ছোট থেকে বড় সকলেই দেশপ্রেমের রঙে রাঙিয়ে তোলে গোটা দেশ।