Ram Mandir Pranpratishtha Full Details From 15 Jan: রামজন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিত রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের বিস্তারিত তথ্য দিলেন, দেখুন
রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান নিয়ে কী তথ্য দিলেন দেখুন।
অযোধ্যা: উত্তর প্রদেশের অযোধ্যায় আগামী ২২ জানুয়ারি রাম মন্দির (Ram Temple)-এর 'প্রাণ প্রতিষ্ঠা' (Pranpratishtha) হবে। এখন জোরকদমে চলছে প্রস্তুতি। রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের (Ram Janmabhoomi Teerth Kshetra)-এর প্রধান পুরোহিত রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠান নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আরও পড়ুন: PM Narendra Modi On Ram Temple: রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আগে ১১ দিন উপোস প্রধানমন্ত্রীর, শুরু আজ থেকে
রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিত (Chief Priest) আচার্য সত্যেন্দ্র দাস রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান নিয়ে বলেন, ‘প্রাণপ্রতিষ্ঠা অনেক বড় আচার, তাই রীতি আচারের পূজা শুরু হবে ১৫-১৬ জানুয়ারি থেকে। প্রাণপ্রতিষ্ঠার আগে এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে। রামলালাকে 'নগর ভ্রমন' বা 'পরিসর ভ্রমন' করানো হবে। এর পরে অন্যান্য আচার-অনুষ্ঠানও চলবে...। প্রাণপ্রতিষ্ঠার আগে এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রাণপ্রতিষ্ঠার দিন শুধুমাত্র মূল অনুষ্ঠান হবে। প্রাণপ্রতিষ্ঠার প্রধানমন্ত্রীও আসবেন সেদিন, তিনি প্রাণ প্রতিষ্ঠার যে আচার তা সম্পন্ন করবেন ।'
Acharya Satyendra Das Chief Priest of
দেখুন