Happy Ramadan 2020 First Roza Wishes: রমজান মাসের প্রথম রোজার দিনে শুভেচ্ছা জানাতে এই পত্রগুলি WhatsApp Messages, Quotes & SMS-র মাধ্যমে শেয়ার করে নিন

শুরু হয়েছে রমজান (Ramadan) মাস। আগামী ২৩ মে পর্যন্ত চলবে এই পবিত্র পরব। মুসলিম সম্প্রদায়ের কাছে এই মাসটি অত্যন্ত পবিত্রের। আজ এই পরবের প্রথমদিনের রোজা। এক 'রমজান রোজা' বলা হয়। এটি একমাসব্যাপী রোজা যা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত খাবার ও জল থেকে বিরত থাকতে হয়। ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস রমজান। মাসব্যাপী রোজা পালন করেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত (Ramzan Mubarak)। সারাদিন রোজা অর্থাৎ উপবাস রাখেন এই সম্প্রদায়ের মানুষেরা। ইসলাম ধর্ম অনুযায়ী, হজরত মহম্মদ যখন কোরান তৈরি করেছিলেন, তখন থেকেই শুরু হয়েছিল এই রমজান মাস পালন। রমজান মাসের শেষ দিনে চাঁদ দেখা দিলে সেই দিনটায় ঈদ পালন করা হয়। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রমজান মাস।

মাহে রমজানের শুভেচ্ছা

Ramadan 2020 First Roza Wishes In Bengali: শুরু হয়েছে রমজান (Ramadan) মাস। আগামী ২৩ মে পর্যন্ত চলবে এই পবিত্র পরব। মুসলিম সম্প্রদায়ের কাছে এই মাসটি অত্যন্ত পবিত্রের। আজ এই পরবের প্রথমদিনের রোজা। এক 'রমজান রোজা' (Ramadan Roza) বলা হয়। এটি একমাসব্যাপী রোজা যা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত খাবার ও জল থেকে বিরত থাকতে হয়। ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস রমজান। মাসব্যাপী রোজা পালন করেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত (Ramzan Mubarak)। সারাদিন রোজা অর্থাৎ উপবাস রাখেন এই সম্প্রদায়ের মানুষেরা। ইসলাম ধর্ম অনুযায়ী, হজরত মহম্মদ যখন কোরান তৈরি করেছিলেন, তখন থেকেই শুরু হয়েছিল এই রমজান মাস পালন। রমজান মাসের শেষ দিনে চাঁদ দেখা দিলে সেই দিনটায় ঈদ পালন করা হয়। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রমজান মাস।

মুসলমানদের জন্য এই রোজার মাস খুব কঠোর। প্রতিটি নিয়ম মেনে রমজান মাসে রোজা রাখতে হয়। যদিও অসুস্থ, গর্ভবতী, ডায়বেটিক রোগীদের ক্ষেত্রে এই নিয়ম কিছুটা শিথীল করা হয়েছে। রমজান মাসে রোজাপালন ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে তৃতীয়তম। মুসলিম ধর্মগ্রন্থ অনুযায়ী, রমজানের সময় স্বর্গের দরজা খুলে যায় এবং বন্ধ হয় নরকের দরজা। রমজান মাসেই এই পুণ্যলগ্নে রমজান মুবারক লেটেস্টলি বাংলার তরফে। হোয়াটসঅ্যাপে কিংবা অন্য সোশ্যাল মিডিয়াতে নিজের বন্ধু-আত্মীয়স্বজনকে এই মেসেজগুলি পাঠিয়ে শুভেচ্ছা জানান।

তোমার পরিবারের সকলের জন্য রইল রমজানের শুভেচ্ছা
স্বাগতম রমজান
সবাইকে রমজানের শুভেচ্ছা
রমজান মুবারক
রমজানের শুভেচ্ছা

আরবিক ভাষায় রমজান কথাটি এসেছে রামিদা থেকে, যার অর্থ ভীষণ গরম। প্রতি বছর এপ্রিল-মে মাসের এই সময়টাতেই রমজান পালন করা হয়। রমজান মাস চলে ৭২০ ঘণ্টা ধরে অর্থাৎ চার সপ্তাহ ২ দিন ধরে।