Happy Holi 2020: দোল পূর্ণিমার তারিখ এবং নির্ঘণ্ট দেখে নিন একনজরে
"আজ আমাদের ন্যাড়া পোড়া/ কাল আমাদের দোল/ পূর্ণিমাতে চাঁদ উঠেছে/ বল হরি বোল"। দোল (Holi 2020) আসলেই বাঙালিরা এই কবিতাটা আওড়াবে না, সেটা হতেই পারে না। ৯ মার্চ দোল পূর্ণিমা। আবির রঙে নিজে এবং অপরকে রঙিন করে তোলার দিন আজ। দোল পূর্ণিমা মানেই প্রথমেই মনে আসে বসন্তোৎসবের কথা। "ওরে গৃহবাসী, খোল দ্বার খোল লাগল যে দোল"। বাংলা (Holi Celebrated in West Bengal) এবং উড়িষ্যায় আজকের দিনটা দোল নামেই পরিচিত। আর বাকি রাজ্যে হোলি। সাধারণত দোলের পরের দিনটাই হোলি হিসেবে মানায় গোটা দেশ। দোল পূর্ণিমার দিনেই বাড়িতে বাড়িতে রাধা-কৃষ্ণের পুজো করা হয়।
কলকাতা, ৯ মার্চ: "আজ আমাদের ন্যাড়া পোড়া/ কাল আমাদের দোল/ পূর্ণিমাতে চাঁদ উঠেছে/ বল হরি বোল"। দোল (Holi 2020) আসলেই বাঙালিরা এই কবিতাটা আওড়াবে না, সেটা হতেই পারে না। ৯ মার্চ দোল পূর্ণিমা। আবির রঙে নিজে এবং অপরকে রঙিন করে তোলার দিন আজ। দোল পূর্ণিমা মানেই প্রথমেই মনে আসে বসন্তোৎসবের কথা। "ওরে গৃহবাসী, খোল দ্বার খোল লাগল যে দোল"। বাংলা (Holi Celebrated in West Bengal) এবং উড়িষ্যায় আজকের দিনটা দোল নামেই পরিচিত। আর বাকি রাজ্যে হোলি। সাধারণত দোলের পরের দিনটাই হোলি হিসেবে মানায় গোটা দেশ। দোল পূর্ণিমার দিনেই বাড়িতে বাড়িতে রাধা-কৃষ্ণের পুজো করা হয়। ১৪২৬ সালে দোল পূর্ণিমার দিন এবং নির্ঘণ্ট দেখে নিন এক ঝলকে----