Happy Durga Navami 2020 Wishes and Greetings:: মহানবমীতে আপনার পরিজন-বন্ধুদের পাঠিয়ে দিন এই বাংলা Facebook Greetings, WhatsApp Status, GIFs, HD Wallpapers এবং SMS শুভেচ্ছাগুলি

Maha Navami 2020 Wishes In Bengali: শুভ নবমী (Subho Navami)। পুরাণ অনুযায়ী, এই তিথিতে দেবতাগণ ঋষি কাত্যায়নের আশ্রমে দেবীর (Maa Durga) আরাধনায় মেতে উঠেছিলেন। এই দিনটা বড় অদ্ভুত। একদিকে পুজোর (Durga Puja) আনন্দ। অন্যদিকে, মনের অচিনপুরে কেউ যেন বাজিয়ে দিয়ে যায় বিসর্জনের (Visarjan) বাঁশি। শারদ বিসর্জনের প্রাক্কালে ধুনোর গন্ধের মত চারিদিকে ছড়িয়ে যায় নিস্তব্ধতার হাতছানি। এদিন সকাল থেকেই মন বলে, পুজো যে আর মাত্র ২ টো দিন বাকি!ঠোঁটের কোণে আলতো হাসি তখন আলগোছে বলে দেয় - আরে! তাতে কী আবার তো বছর ঘুরেই মা আসবেন।

Maha Navami 2020 Wishes In Bengali: শুভ নবমী (Subho Navami)। পুরাণ অনুযায়ী, এই তিথিতে দেবতাগণ ঋষি কাত্যায়নের আশ্রমে দেবীর (Maa Durga) আরাধনায় মেতে উঠেছিলেন। এই দিনটা বড় অদ্ভুত। একদিকে পুজোর (Durga Puja) আনন্দ। অন্যদিকে, মনের অচিনপুরে কেউ যেন বাজিয়ে দিয়ে যায় বিসর্জনের (Visarjan) বাঁশি। শারদ বিসর্জনের প্রাক্কালে ধুনোর গন্ধের মত চারিদিকে ছড়িয়ে যায় নিস্তব্ধতার হাতছানি। এদিন সকাল থেকেই মন বলে, পুজো যে আর মাত্র ২ টো দিন বাকি!ঠোঁটের কোণে আলতো হাসি তখন আলগোছে বলে দেয় - আরে! তাতে কী আবার তো বছর ঘুরেই মা আসবেন।

নবমীর এই শুভ দিনে 'লেটেস্টলি বাংলা' (LatestLY Bangla) আপনাদের জন্য সাজিয়ে এনেছে শুভেচ্ছা-পত্র (Wish Card)। আপনার কাছের মানুষদের পাঠিয়ে দিন এই সমস্ত শুভেচ্ছা বার্তা (Wish Messege)। আর ভাগ করে নিন মনের কোণে সাজিয়ে রাখা অনুভূতি (Emotion)।আরও পড়ুন: Durga Puja 2020: শুভ মহানবমী; নবমীর এই তিথিতে কাত্যায়ণ ঋষির আশ্রমে দেবীর মহাপুজোয় মেতে উঠেছিলেন দেবতারা, জানেন এই দিনটির তাৎপর্য কী?