Happy Dol Purnima 2023 Wishes In Bengali: দোল পূর্ণিমার সকালে প্রিয়জনদের রঙ দিতে না পারলেও পাঠিয়ে দিন দোল পূর্ণিমার শুভেচ্ছাবার্তা
বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনি পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়।
আজ দোল পূর্ণিমা (Dol Purnima 2023)। দোল পূর্ণিমা উৎসবের আরেক নাম বসন্তোৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। উত্তর ভারতে হোলি উৎসবটি (Holi) বাংলার দোলযাত্রার পরদিন পালিত হয়। রঙের উৎসব দোল পূর্ণিমা। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই উৎসবে মেতেছে গোটা ভারতবাসী। দেশজুড়ে এইদিনটি আবিরের রঙে উদযাপন করা হয়।
এই শুভদিনটিকে উদযাপন করার জন্য আপনার বন্ধুবান্ধব, পরিবার, আত্মীয়স্বজনের মধ্যে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য লেটেস্টলি (LatestLY) নিয়ে এসেছে অসাধারণ কিছু পোস্টার। এইগুলি শেয়ার করে মনের কোণে জমিয়ে রাখা অনুভূতি ভাগ করে নিন প্রিয়জনদের সঙ্গে।