Hajj 2021: করোনা আবহে কবে হচ্ছে হজ? ধর্মপ্রাণ মুসলিমদের অবশ্য পালনীয় হজের নিয়মকানুন, দেখে নিন এক ঝলকে

করোনা আবহে এবার হচ্ছে হজ (Hajj 2021)৷ তবে সৌদি সরকার চলতি বছরের হজ পালনকারীদের ক্ষেত্রেও বেশকিছু বিধি নিষেধ বলবৎ করেছে৷ একমাত্র প্রতিষেধক নিয়েছেন এমন লোকজনই হজ করতে পারবেন৷

মক্কায় চলছে নামাজ (Photo Credits: Twitter)

মুম্বই, ১৪ জুলাই: করোনা আবহে এবার হচ্ছে হজ (Hajj 2021)৷ তবে সৌদি সরকার চলতি বছরের হজ পালনকারীদের ক্ষেত্রেও বেশকিছু বিধি নিষেধ বলবৎ করেছে৷ একমাত্র প্রতিষেধক নিয়েছেন এমন লোকজনই হজ করতে পারবেন৷ অবশ্যই তাঁদের বয়স ১৮-৬৫ বছরের মধ্যে হতে হবে৷ অতিমারীর কারণে এবারেও বিদেশি কোনও মুসলিমকে হজ পালনের অনুমতি দেওয়া হচ্ছে না৷ সবমিলিয়ে টিকাকরণের আওতায় আসা ৬০ হাজার পুণ্যার্থী এবার হজ পালনে অংশ নিতে পারেবন৷ আর্থিকভাবে সচ্ছল ও শারীরিকভাবে সক্ষম এমন কোনও মুসলিমকে জীবনে একবার হজ পালন করতেই হবে৷ ইসলামের পাঁচ স্তম্ভের এক স্তম্ভ হল এই হজ৷

২০২১-এর হজ কবে?

জিল হজ মাসের ৮ তারিখ থেকে হজ শুরু হয় মক্কায়৷ ইসলামক ক্যানলেন্ডারের শেষ মাস হল জিল হজ মাস৷ ইংরেজি ১১ জুলাই থেকে এই মাস শুরু হয়৷ ১৮ জুলাই অর্থাৎ জিল হজ মাসের ৮ তারিখ থেকে শুরু হয় হজ৷ ১৭ জুলাই সূর্য ডোবার পর থেকে হজের কাজকর্ম শুরু করে দেন ধর্মপ্রাণ মুসলিমরা৷ আরও পড়ুন-WB Congress General Sectary Rohan Mitra Resigns: অধীরকে বিঁধে প্রদেশ কংগ্রেসের সম্পাদকের পদ ছাড়লেন সোমেন পুত্র রোহন

হজের ক্রিয়াকর্ম ও তাৎপর্য:   

একদম শুরুতেই হজ পালন করতে আসা পুরুষরা এহরাম পরেন৷ এটি হল দুটি সেলাই বিহীন সাদা কাপড়৷ মহিলাদের সাধারণ পোশাকই পরতে হয়৷ মূলত ধনী গরিব হিসেবে নয়, সমস্ত হজ পালনকারীকে একই পরিচয়ে পরিচিত করাতেই এই এহরাম পরিধান৷ মহান আল্লাহের সামনে সব বান্দাই সমান, যা এহরাম পরিধানেই স্পষ্ট হয়ে ওঠে৷ বিশ্বাস করা হয় যে একবার এহরাম পরে নেওয়া মানে এক পবিত্রতার মধ্যে চলে যাওয়া৷ এহরাম পরিধানের পর হাজি পুণ্যার্থীরা আর সুগন্ধী ব্যবহার করতে পারবেন না৷ নখ, চুল, দাড়ি কোনও টাই কাটা যাবে না৷ এমনকী যৌন সংসর্গও কঠোরভাবে নিষিদ্ধ৷ প্রথম দিন পুণ্যার্থীদের সাতবার কাবা শরীফে তাওয়াফ (পরিক্রমা) করার পর সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে সাতবার পরিক্রমা করতে হবে৷

দ্বিতীয় দিনে সকালে নামাজ পড়ার পরে মিনা থেকে মাউন্ট আরাফতের উদ্দেশে রওনা দিতে হয় পুণ্যার্থীদের৷ সেখানে আল্লাহর দরবারে ক্ষমাপ্রার্থী হয়ে দোয়া চাওয়াই হল মূল কাজ৷ অতীতের সমস্ত অপরাধ যাতে আল্লাহর দরবারে মাপ হয়ে যায়৷ আরাফতের ময়দানে দুপুরে যে প্রার্থনা ও ক্রিয়াকর্ম পালন করতে হয়, তার অর্থ হল আল্লাহর সামনে দাঁড়ানো৷

সূর্যাস্ত পর্যন্ত হজ পালনকারীদের মাথা মুজদালিফার (আরাফত ও মিনার মধ্যবর্তী স্থান) দিকেই থাকবে৷ সেখানে পৌঁছে মগরিব ও এশার নামাজ একসঙ্গে পড়া হয়৷ গোটা রাত কেটে যায় দোয়া প্রার্থনায়৷   সেই রাতে খোলা আকাশের নিচেই ঘুমানো নিয়ম৷ পরের দিন শয়তানকে উদ্দেশ্য করে পাথর ছুঁড়তে হবে তাই এদিনই হজ পালনকারীদের পাথর সংগ্রহ করতে হয়৷ হজের তৃতীয় দিনে পুণ্যার্থীরা রামি-আর জামরাট-এ গিয়ে শয়তানকে লক্ষ্য করে সাতটি পাথর ছোঁড়েন৷ সূর্যোদয় থেক সূর্যাস্ত পর্যন্ত পাথর ছোঁড়ার সময়সীমা৷ সেখানে যে তিনটি সর্বোচ্চ স্তম্ভ রয়েছে যাদের বলা হয় জামরাট আর আকবাহ, সেই স্তম্ভ তিনটি লক্ষ্য করেই ছুঁড়তে হবে পাথর৷

তৃতীয় দিনেই ইদুজ্জোহা পালন করতে হবে৷ কুরবানির মাধ্যমে ঈদ পালন করবেন হজ পালনকারীরা৷ সেদিন পুরুষদের মাথা ন্যাড়া করতে হবে৷ ওই দিনই কাবায় ফিরে এসে প্রত্যেক পুণ্যার্থীকে তাওয়াফ করতে হবে৷ যাকে বলা হচ্ছে তাওয়াফ-আল-ইফাদাহ৷ এবং ফের সাফা মারওয়ার মাঝে সাতবার প্রদক্ষিণ করতে হবে৷ এই ক্রিয়াকর্ম সম্পন্ন করে ফের ফিরে যেতে হবে মিনায়৷ চতুর্থ দিনেও মিনায় ওই তিনটি স্তম্ভকে লক্ষ্য করে সাতটি পাথর ছুঁড়তে হবে৷ একই কাজ করতে হবে পঞ্চম দিনেও৷ ষষ্ঠ অর্থাৎ হজের শেষ দিনে মক্কা ছাড়ার আগে কাবা শরীফকে ঘিরে পুণ্যার্থীরা বিদায়ী তাওয়াফ করবেন৷ যাকে বলা হচ্ছে তাওয়াফ-আল-ওয়াদা৷

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now