Ganesh Chaturthi 2022: সিদ্ধিদাতা গণেশ আপনার সমস্ত বাধা বিপত্তি দূর করুক, গণেশ চতুর্থীর শুভেচ্ছা বার্তা পাঠান Twitter, Facebook, Instagram এর মাধ্যমে

গণেশ পুজো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। সংস্কৃত, কন্নড়, তামিল ও তেলেগু ভাষায় এই উৎসব বিনায়ক চতুর্থী বা বিনায়ক চবিথি নামে পরিচিত। কোঙ্কণি ভাষায় এই উৎসবের নাম চবথ।

Photo Credit_Latestly media.com

হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গণেশ চতুর্থী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। গণেশ পুজো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। সংস্কৃত, কন্নড়, তামিল ও তেলেগু ভাষায় এই উৎসব বিনায়ক চতুর্থী বা বিনায়ক চবিথি নামে পরিচিত। কোঙ্কণি ভাষায় এই উৎসবের নাম চবথ। অন্যদিকে, নেপালি ভাষায় এই উৎসবকে বলে চথা। মহারাষ্ট্র , গোয়া সহ ভারতের দক্ষিণের রাজ্যগুলিতে খুবই জনপ্রিয় এই গণেশ পুজো। অত্যন্ত ধুমধামের সহিত এই পুজো করা হয়।আগামীকাল ৩১ অগাস্ট , বুধবার পালিত হবে গণেশ চতুর্থী। এই উৎসব চলবে দশদিন। পুজোর আগের দিন থেকেই গণেশের প্রতিমা এনে রাখা হয়। চতুর্থী তিথিতে পুজো শুরু করা হয়। পুজোর আনন্দে পরিবার, বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজন একে অপরের সাথে মিশে যান। হিন্দুরা বিশ্বাস করেন, এইদিন গণেশ তাঁর ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্ত্যে অবতীর্ণ হন। গণেশ চতুর্থীর এই প্রাক মুহুর্তে  আপনার নিকট বা প্রিয়জনদের কাছে শুভেচ্ছা বার্তা প্রেরণ করতে পারেন। লেটেস্টলি বাংলার (Latestly Bangla) তরফ থেকে আপনাদের জন্য রইল গণেশ চতুর্থীর শুভেচ্ছা বার্তা।

Photo Credit_Latestlymedia.com
Photo Credit_Latestlymedia.com
Photo Credit_Latestlymedia.com
Photo Credit_Latestlymedia.com
Photo Credit_Latestlymedia.com