IPL Auction 2025 Live

পুরীর সমুদ্রে ফুটে উঠল ইদ মুবারক, শুভেচ্ছা জানালেন সুদর্শন পট্টনায়ক

ইদ মুবারক।

সুদর্শন পট্টনায়কের শুভেচ্ছা (Photo Credit: Twitter)

ওড়িশা, ৪ জুন:  রাত পোহালেই খুশির ইদ, ইফতারের পর সন্ধ্যার আকাশে চাঁদ দৃশ্যমান হতেই  দিল্লির জামা মসজিদের ইমাম দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন। বলিউড থেকে প্রধানমন্ত্রী। রাজনীতিক থেকে সেলেব সবাই আগামী কালের ইদের জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এবার নিজের শিল্পের মাধ্যমে দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানালেন ওড়িশার বালু শিল্পী সুদর্শন পট্টনায়ক। পুরীর সমুদ্রতটে ফুটিয়ে তুললেন  তাঁর শিল্পকর্ম, জানালেন শুভেচ্ছা।

এদিন ইদের চাঁদ উঠতেই গোটা দেশে খুশির জোয়ার বয়ে যায়। রোজাদাররাও একমাসের রমজান শেষে উদযাপনের আনন্দে মাতেন। রাত পোহালেই খুশির ইদ, সকালে ইদের নামাজ পড়তে যাওয়ার জন্য  শেষ মুহূর্তের কেনা কাটা চলছে গোটা দেশে। শপিংমল থেকে ফুটপাত সব জায়গাতেই এখন পরব মুখর মানুষের ভিড়। জামা কাপড়. টুপি, পাঞ্জাবী, কুর্তা পাজামা, হাজি রুমাল, আতর, লুঙ্গি কিনতে দোকানে দোকানে ক্রেতা সাধারণের ভিড়। আমাদের তরফ থেকেও রইল ইদের শুভেচ্ছা।