Eid-E-Milad-Un-Nabi 2020 Wishes: বিশ্ব নবি দিবসের শুভেচ্ছা, বাংলা Facebook Greetings, WhatsApp Status, GIFs, HD Wallpapers এবং SMS শুভেচ্ছাপত্র পাঠিয়ে শুভেচ্ছা জানান সকলকে
ঈদ-ই-মিলাদ-উন-নবি (Eid-E-Milad-Un-Nabi) হল শেষ নবির জন্মদিন হিসেবে মুসলমানদের পালিত একটি উৎসব। হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়াল-এর বারো তারিখে এ উৎসব অনুষ্ঠিত হয়। সুফি সম্প্রদায়ভুক্ত ব্যক্তিরাই এই উৎসবটি উদযাপন করেন। চলতি বছরে ৩০ অক্টোবর দিনটি পালন করা হবে ঈদ-ই-মিলাদ-উন-নবি। বাংলাদেশি মুসলমানরা এই দিনকে ঈদ-এ-মিলাদুন্নবী বলে অভিহিত করেন। অপরদিকে পশ্চিমবঙ্গের মুসলমানদের কাছে এই দিন বিশ্ব নবি দিবস আবার ফতেহা দোয়াজ দহম ও ১২ রবিউল আওয়াল নামেও পরিচিত।
ঈদ-ই-মিলাদ-উন-নবি (Eid-E-Milad-Un-Nabi) হল শেষ নবির জন্মদিন হিসেবে মুসলমানদের পালিত একটি উৎসব। হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়াল-এর বারো তারিখে এ উৎসব অনুষ্ঠিত হয়। সুফি সম্প্রদায়ভুক্ত ব্যক্তিরাই এই উৎসবটি উদযাপন করেন। চলতি বছরে ৩০ অক্টোবর দিনটি পালন করা হবে ঈদ-ই-মিলাদ-উন-নবি। বাংলাদেশি মুসলমানরা এই দিনকে ঈদ-এ-মিলাদুন্নবী বলে অভিহিত করেন। অপরদিকে পশ্চিমবঙ্গের মুসলমানদের কাছে এই দিন বিশ্ব নবি দিবস আবার ফতেহা দোয়াজ দহম ও ১২ রবিউল আওয়াল নামেও পরিচিত।
ঈদ-ই-মিলাদ-উন-নবির শুভেচ্ছা।
ঈদ-ই-মিলাদ-উন-নবি মুবারক।
বিশ্ব নবি দিবসের শুভেচ্ছা সকলকে।
বিশ্ব নবি দিবসের শুভেচ্ছা আপনাকে এবং আপনার পরিবারের সকলকে।
ঈদ-ই-মিলাদ-উন-নবি মুবারক ২০২০।
আল্লাহ-র কাছে মন থেকে প্রার্থনা করুন, সে এই পবিত্র দিনে আপনার সমস্ত ইচ্ছে পূরণ করবে, ঈদ-ই-মিলাদ-উন-নবি মুবারক।
সূর্যারশ্মির মত ভালবাসা ছড়িয়ে দিক আল্লাহ। মনের প্রতিটি কোণ ভরে উঠুক ভালবাসায়, খুশিতে ভরে উঠুক আপনার মন। ঈদ-ই-মিলাদ-উন-নবি মুবারক ২০২০
আল্লাহ-র আশীর্বাদে পৃথিবী ভরে উঠুক আনন্দ এবং খুশিতে। বিশ্ব নবি দিবসের শুভেচ্ছা।
আপনি আপনার ত্যাগ স্বীকার করুন। আল্লাহ-ও আপনার উপর ভালবাসা ছড়িয়ে দেবে এবং আপনার স্বপ্নও পূরণ হবে ঈদে। ঈদ-ই-মিলাদ-উন-নবির শুভেচ্ছা।