Durgapujo 2022: শুধু থিমের চমক নয়, আলোর বিপরীতে থাকা মানুষদের পাশে শারদ উৎসবে সন্তোষপুর ত্রিকোণ পার্ক
শত আড়ম্বরের মাঝেও পুজোর ৫ টা দিন অঞ্চলের নিম্ন আয়ের সহ নাগরিকদের জন্য ভাবছে সন্তোষপুরের ত্রিকোণ পার্কের পুজো।
পুজোর বাকি আর মাত্র ২০ দিন। পুজো কমিটি গুলো দিনরাত নাওয়া খাওয়া ভুলে পুজোর প্রস্তুতিতে ব্যস্ত। কোন পুজো কমিটি সনাতনী পুজোয় অভ্যস্ত, কোন পুজো কমিটির পুজো আবার সেজে উঠছে আকর্ষণীয় থিমে। কিন্তু শত আড়ম্বরের মাঝেও পুজোর ৫ টা দিন অঞ্চলের নিম্ন আয়ের সহ নাগরিকদের জন্য ভাবছে সন্তোষপুরের ত্রিকোণ পার্কের পুজো। ২০২০ ও ২০২১ এর মত এবারেরও পুজোর পাঁচ দিন পুজোর নিয়ম রীতির পাশাপাশি থাকছে তাদের অনন্য কর্মসূচী। পঞ্চমীর দিন শিশুদের এবং ষষ্ঠীর দিন- মহিলা ও পুরুষদের জন্য বস্ত্র বিতরণ দিয়ে শুরু হচ্ছে শারদ উৎসব ২০২২। এছাড়া সপ্তমী থেকে অষ্টমী অবধি থাকছে খাওয়ার ব্যবস্থা। বিজয়া দশমীর দিন বেলা তিনটে থেকে থাকবে সকলের জন্য মিষ্টিমুখের ব্যবস্থা।
এই বছর ত্রিকোণ পার্কের পুজো সেজে উঠছে উত্তরণের ভাবনায়, যার পরিকল্পনা ও রূপায়নে আছেন সুব্রত সাহা ও দেবজিৎ চক্রবর্তী।প্রতিমাশিল্পী হিসাবে থাকবেন পরিমল পাল। সমগ্র ভাবনাটির ভাষ্যপাঠ করবেন বিখ্যাত বাচিকশিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।