Durga Puja 2019: কলকাতার কোথায় কী থিম? জেনে নিন এক ক্লিকে

মণ্ডপ সজ্জার প্রস্তুতি তুঙ্গে। কোন কোন প্যান্ডেলে (pandal) ঢুঁ মারবেন লিস্ট করছেন। নিন এবার মুশকিল আসান। এদিক ওদিক গুগল (Google) সার্চ না করে জেনে নিন কলকাতার (Kolkata) সেরা থিম পুজোগুলির (Theme Puja) বিষয়ে।

ফাইল ছবি

মণ্ডপ সজ্জার প্রস্তুতি তুঙ্গে। কোন কোন প্যান্ডেলে (pandal) ঢুঁ মারবেন লিস্ট করছেন। নিন এবার মুশকিল আসান। এদিক ওদিক গুগল (Google) সার্চ না করে জেনে নিন কলকাতার (Kolkata) সেরা থিম পুজোগুলির (Theme Puja) বিষয়ে।

আহিরিটোলা সর্বজনীন (Ahiritola Sarbojonin)

এবার ৮০ বছরে পা দিল আহিরিটোলা সর্বজনীনের পুজো। থিম অজান্তে। মণ্ডপ সজ্জায় তুলে আনা হয়েছে গুজরাতের ১১ শতকের বাউলি প্রথাকে। ট্যাগ লাইন- হারাচ্ছে সব...বাড়ছে ভিড়...হারানোর তালিকায়..। ভাবনার রূপকার তন্ময় চক্রবর্তী। পাথরের প্রতিমা গড়ছেন ওড়িশার শিল্পীরা।

নাকতলা উদয়ন সংঘ (Naktala Udayan Sangha)

নাকতলা উদয়ন সংঘের এবারের বিষয় ভাবনা- জন্ম। জল সংরক্ষণের বিষয়টিকে ফুটিয়ে তোলা হয়েছে ইনস্টলেশনের মাধ্যমে।

ঢাকুরিয়া সর্বজনীন (Dhakuria Sarbajanin)

এবার ৯০ বছরে পা দিল ঢাকুরিয়া সর্বজনীনের পুজো। তাঁদের থিম একাই একশো। সাবেকিয়ানার সঙ্গে থিম পুজোর মেলবন্ধনই পুজোর বৈশিষ্ট। আরও পড়ুন- Durga Puja 2019: প্যান্ডেল হপিংয়ের তাড়া? এই সমস্ত খাবার কম সময়ে বানিয়ে ছুটুন মণ্ডপে; দীর্ঘক্ষণ ভরা থাকবে পেট

ঠাকুরপুকুর এসবি পার্ক সর্বজনীন (Thakurpukur SB Park Sarbajanin)

এবার ৪৯ বছরে পা দিল ঠাকুরপুকুর এসবি পার্ক সর্বজনীনের পুজো। থিম আলপনা। লোকসংস্কৃতিকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই এবারের বিষয় ভাবনা।

চক্রবেড়িয়া সর্বজনীন (Chakraberia Sarbajin)

দক্ষিণ কলকাতার চক্রবেড়িয়া সর্বজনীনের পুজো এবার ৭৪ বছরে পা দিল। থিম লেভেলস অফ রিয়্যালিটি।

বেলেঘাটা ৩৩ পল্লিবাসী বৃন্দ (Beleghata 33 Pallibasi Brinda)

বেলেঘাটা ৩৩ পল্লির পুজোর এবারের থিম- আমরা এক, কিন্তু একা নই। সেই ভাবনাকেই মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তুলছেন শিল্পী।

কাশী বোস লেন সর্বজনীন (Kashi Bose Lane Sarbajanin)

উত্তর কলকাতার কাশী বোস লেন সর্বজনীনের এবারের থিম জল সঙ্কট। জল না থাকলে আশপাশের পরিচিত ছবিটা কীভাবে পাল্টে যায়, তা তুলে ধরা হয়েছে মণ্ডপে।

মুদিয়ালি ক্লাব (Mudiali Club)

সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার মেলবন্ধনের ছবিই এবার ফুটে উঠবে মুদিয়ালি ক্লাবে। ৮৫ তম বর্ষে পদার্পণ করল তাঁদের পুজো।

কুমারটুলি সর্বজনীন (Kumartuli Sarbajanin)

কুমারটুলি সর্বজনীনের পুজো এবার ৮৯ বছরে পা দিল। এবারের থিম কল্পতরু। শিল্পী বাপ্পা হালদার।

দমদম তরুণ দল (Dumdam Tarun Dal)

এবার ৪৩ বছরে পা দমদম তরুণ দলের পুজোর। ভাবনা-দেবীপক্ষ। নহি দেবী, নহি সামান্যা নারী এই ভাবনায় বৃহন্নলাদের জীবন যুদ্ধের ছবি তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জায়। শিল্পী অনির্বাণ দাস।

খিদিরপুর নবরাগের দুর্গাপুজো (Khidirpur Nabarager Durga Pujo)

ষোড়শ উপাচারের সামগ্রী দিয়ে সাজানো হচ্ছে খিদিরপুর নবরাগের দুর্গাপুজো। এবার সুবর্ণজয়ন্তী বর্ষে খিদিরপুর নবরাগের দুর্গাপুজো। প্রতিমার সাবেকি রূপ।

চোরবাগান সর্বজনীন (Chorbagan Sarbajanin)

উত্তর কলকাতার অন্যতম বড় পুজো চোরবাগান সর্বজনীন। এবারের থিম জগাখিচুড়ি।

বেহালা দেবদারু ফটক (Behala Devdaru Fatak)

বাঙালির রক ব্যান্ড থেকে জিম করে মাসলম্যান হবার চেষ্টা সবই থাকছে এখানে।

হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব (Haridevpur Vivekananda Sporting Club)

পুজোর থিমে জল সংরক্ষণের বার্তা। এবার ৫৪তম বছর। মণ্ডপ সাজাচ্ছেন শিল্পী প্রশান্ত পাল।

শ্যামবাজার পল্লী সংঘ (Shyambazar Palli Sangha)

মণ্ডপ এবার আস্ত ট্রাম। আধুনিক যাপনে কীভাবে এঁটে উঠতে পারবে কলকাতার হারিয়ে যেতে বসা ঐতিহ্য, বলবে থিম।

সন্তোষ মিত্র স্কয়্যার (Santosh Mitra square)

এবার ৫০ কেজির সোনার মাতৃ মূর্তি। কলকাতার সবচেয়ে 'দামি দুর্গা'র বাজেট ১৭ কোটি।

শোভাবাজার জগত মুখার্জি পার্ক (Shovabazar Jagat mukherjee Park)

থিমে এবার নতুন চমক। এখানের পুজোয় হাজির এক টুকরো 'কাশী'।



@endif