IPL Auction 2025 Live

Dol Purnima 2021: আগামী রবিবার দোল পূর্ণিমা, জেনে নিন নির্ঘণ্ট

আগামী ২৮ মার্চ, বাংলার ১৪ চৈত্র রবিবার দোল পূর্ণিমা (Dol Purnima 2021)। দোল পূর্ণিমা উৎসবের আরেক নাম বসন্তোৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। উত্তর ভারতে হোলি উৎসবটি (Holi) বাংলার দোলযাত্রার পরদিন পালিত হয়। রঙের উৎসব দোল পূর্ণিমা। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গ‌ুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই উৎসবে মেতেছে গোটা ভারতবাসী। দেশজুড়ে এইদিনটি আবিরের রঙে উদযাপন করা হয়। ওই দিন শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩৬তম আবির্ভাব উৎসবও। দোল পূর্ণিমার দিনেই বাড়িতে বাড়িতে রাধা-কৃষ্ণের পুজো করা হয়।

(Photo Credits: Wikimedia Commons)

আগামী ২৮ মার্চ, বাংলার ১৪ চৈত্র রবিবার দোল পূর্ণিমা (Dol Purnima 2021)। দোল পূর্ণিমা উৎসবের আরেক নাম বসন্তোৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। উত্তর ভারতে হোলি উৎসবটি (Holi) বাংলার দোলযাত্রার পরদিন পালিত হয়। রঙের উৎসব দোল পূর্ণিমা। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গ‌ুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই উৎসবে মেতেছে গোটা ভারতবাসী। দেশজুড়ে এইদিনটি আবিরের রঙে উদযাপন করা হয়। ওই দিন শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩৬তম আবির্ভাব উৎসবও। দোল পূর্ণিমার দিনেই বাড়িতে বাড়িতে রাধা-কৃষ্ণের পুজো করা হয়।

দোল পূর্ণিমার নির্ঘণ্ট:

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি আরম্ভ: ২৭ মার্চ, শনিবার, ২০২১। বাংলা-১৩ চৈত্র, শনিবার, ১৪২৭। সময়- রাত ৩টে ২৭ মিনিট

পূর্ণিমা তিথি শেষ: ইংরেজি-২৮ মার্চ, রবিবার, ২০২১। বাংলা-১৪ চৈত্র, রবিবার, ১৪২৭। সময়-রাত ১২টা ১৮ মিনিট

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি আরম্ভ-২৭ মার্চ, শনিবার, ২০২১। বাংলা-১৩ চৈত্র, শনিবার, ১৪২৭। সময়-রাত ২টো ৪৩ মিনিট ৩৫ সেকেন্ড

পূর্ণিমা তিথি শেষ: ইংরেজি– ২৮ মার্চ, রবিবার, ২০২১। বাংলা-১৪ চৈত্র, রবিবার, ১৪২৭। সময়-রাত ১২টা ৫৪ মিনিট ৪২ সেকেন্ড।