Dipanwita Lakshmi Puja Wishes 2024: কালীপুজোর রাতে পূজিতা হন ধনসম্পদের দেবী লক্ষ্মীও, শেয়ার করার জন্য রইল তাঁর শুভেচ্ছা বার্তা

কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় কালীপুজো৷ এই বছর শ্যামাপূজার তিথি পড়েছে ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর৷ দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামীকাল ৩১ অক্টোবর, বৃহস্পতিবার দুপুর ৩.৫২ মিনিটে। অমাবস্যা তিথি থাকবে ১ নভেম্বর, শুক্রবার সন্ধ্যা ৬.১৬ পর্যন্ত।কালীপুজো অনুষ্ঠিত হয় মধ্যরাতে। তাই ৩১ অক্টোবর গভীর রাতে পূজিতা হবেন দেবী কালী। কালীপুজোর নিশীথপূজার সময় রাত ১১.৪৭ থেকে ১২.৩৯ পর্যন্ত।কালীপুজোর রাতে শুধুই শ্যামাদেবী নন। পূজিতা হন ধনসম্পদের দেবী লক্ষ্মীও। বাঙালি ঘরে এই পুজো পরিচিত দীপান্বিতা লক্ষ্মীপুজো নামে।

অগ্রিম শেয়ার করুন দীপান্বিতা লক্ষ্মীপূজার শুভেচ্ছা বার্তাঃ-