IPL Auction 2025 Live

Birsa Munda 150th Birth Anniversary: বীরসা মুন্ডার ১৫০তম জন্মদিন পালন হবে জনজাতি গৌরব দিবস রূপে,অগ্রিম শেয়ার করে নিন স্বাধীনতা সংগ্রামীর জন্মদিনের শুভেচ্ছা বার্তা

যে সমস্ত আদিবাসী বিদ্রোহ ইংরেজদের মধ্যে সাড়া জাগিয়েছিল তারমধ্যে অন্যতম হল মুন্ডা বিদ্রোহ। আর এই মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন বীরসা মুন্ডা (Birsa Munda)। আদিবাসী জাগরণ তার হাত ধরে সূচিত হয়েছিল । তার অনুগামীদের কাছে তিনি ছিলেন ধরতি আবা অর্থাৎ ভগবান। তিনি বৃটিশ উপনিবেশ শক্তির শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে যে ‘উলগুলান’ (বিপ্লব)-এর ডাক দিয়েছিলেন তার ফলেই প্রাধীন ভারতে এক আন্দোলনের সূচনা হয়।

জনজাতি গোষ্ঠীভুক্ত মানুষদের গৌরবোজ্জ্বল ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে স্বীকৃতি দিতে ভগবান বীরসা মুন্ডার জন্মদিন ১৫ নভেম্বরকে জনজাতি গৌরব দিবস হিসেবে উদযাপন করা হবে বলে জানিয়েছে কেন্দ্র। আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং ভারতীয় শৌর্য্য, আতিথেয়তা ও জাতীয় গর্বকে এর মাধ্যমে সকলের মাঝে তুলে ধরা হবে। তাঁর ১৫০তম জন্মদিবসের আগে শেয়ার করুন জন্মদিনের শুভেচ্ছা বার্তা-