Bhai Fota Wishes In Bengali 2024: ভাই ফোঁটার সকালে দাদা এবং ভাইকে এখনই পাঠান লেটেস্টলি বাংলার শুভেচ্ছা বার্তা

ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁর দীর্ঘায়ু কামনায় প্রতিটি বোনই ভাইফোঁটার বিশেষ তিথিতে বেশ কয়েকটি রীতি পালন করেন। পঞ্জিকা মতে, কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে ভ্রাতৃ দ্বিতীয়া বা ভাইফোঁটা পালিত হয়। বাবা মা ছাড়া যে ব্যক্তিকে সবথেকে বেশি বিশ্বাস করা যায়, সে হল দাদা বা ভাই। জীবনে সবথেকে কাছের মানুষ হল এই মানুষটি। সব সময় আগলে রাখার অসীম কৃতিত্ব যার, সেই ভাই বা দাদাকে ভাই ফোঁটায় পাঠান অজস্র ভালোবাসা। হোয়াটসঅ্যাপে পাঠান ভাইফোঁটার (Bhai Phota 2024) শুভেচ্ছা বার্তা।

 

 



@endif