Father's Day 2023 Wishes: বিশ্ব পিতৃ দিবস আজ, বাবাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে শেয়ার করুন এই শুভেচ্ছাপত্রগুলি

আগামী ১৮ জুন রবিবার বিশ্বজুড়ে পালিত হবে পিতৃ-দিবস বা ফাদার্স ডে। এই একটি দিন তাঁদের কিছু না বলা কথা জানিয়ে তাঁদের মুচকি হাসির কারণ হতে ক্ষতি কি! এই দিনে অনেকেই নানান সারপ্রাইজ দেবেন বাবাদের। অথবা বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাবেন।

আজ ১৮ জুন , বিশ্ব পিতৃ দিবস (Happy Father's day)। প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্ববাসী পিতৃ দিবস হিসেবে পালন করে। হিসাব অনুযায়ী, চলতি বছর আজ পড়েছে বাবা দিবস। বিশ্বের কয়েকটি দেশ ভিন্ন মাসের কয়েকটি ভিন্ন তারিখে বাবা দিবস পালন করলেও, একটি বিশাল অংশ যেমন- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চিলি, কলাম্বিয়া, কোস্টারিকা, কিউবা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, গ্রিস, হংকং, ভারত, আয়ারল্যান্ড, জ্যামাইকা, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নেদারল্যান্ড, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, সুইজারল্যান্ড, বাংলাদেশ, ভেনিজুয়েলা ও জিম্বাবোয়ে সহ আরও কিছু দেশে জুনের তৃতীয় রোববার এ বিশেষ দিনটি পালিত হয়।

Happy Father's Day 2023 Wishes( Photo Credit: File Photo)
Happy Father's Day 2023 Wishes( Photo Credit: File Photo)
Happy Father's Day 2023 Wishes( Photo Credit: File Photo)
Happy Father's Day 2023 Wishes( Photo Credit: File Photo)
Happy Father's Day 2023 Wishes( Photo Credit: File Photo)