Jannat Toha Viral Reel: সাদা সালোয়ার কামিজে কোমর দুলিয়ে নাচ জনপ্রিয় বাংলাদেশি ইউটিউবার জান্নাত তোহার

Credit: Instagram

সোশ্যাল মিডিয়ায়, বাঙালিদের মধ্যে জনপ্রিয় বাংলাদেশি ইউটিউবার জান্নাত তোহা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম অসংখ্য ফলোয়ার্স রয়েছে জান্নাতের।‌ বিভিন্ন মুহূর্তের ছবি বা রিল পোস্ট করেন তিনি৷ ভ্রমণের ভিডিও বা ছবি এবং নাচের রিল তৈরি করে পোস্ট করেন জান্নাত এবং ইউটিউবের মাধ্যমে ভ্লগ পোস্ট করেন তিনি৷ তার এই পোস্টগুলো পছন্দ করে অনেক দর্শক।

সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সালোয়ার কামিজ পরে রিল শেয়ার করেছেন জান্নাত তোহা। ভিডিওতে সাদা রঙের সালোয়ার কামিজ পরে কোমর দুলিয়ে নাচ করতে দেখা যায় তাকে। খোলা চুলে জান্নাতের কোমর দুলিয়ে নাচের রিল পছন্দ করেছেন অনেকেই। পূর্বে একদিন ভাইরাল হয়েছিল জান্নাত তোহার একটি এমএমএস ভিডিও। এই এমএমএস ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব বিতর্ক হলেও, এর পর বেড়ে যায় জান্নাতের পরিচিতির সংখ্যা।



@endif