Eid Moon Sighting 2024 In West Bengal and Bangladesh Live News Updates: আজ দেখা গেল না চাঁদ, ১১ তেই গোটা দেশে পালিত হবে ঈদ

ইসলামিক ক্যালেন্ডারে, রমজান বছরের নবম মাস এবং দশম মাস শাওয়াল এবং এই মাসের প্রথম দিনে, ইসলামের অনুসারীরা ঈদ উদযাপন করে।তবে সোমবার শাওয়ালের চাঁদ দেখা গেল না সৌদি আরবে। তার ফলে ২৯ দিনেই পবিত্র রমজান মাস শেষ হচ্ছে না।

10 Apr, 01:43 (IST)

বাংলাদেশে বৃহস্পতিবার ঈদ উল ফিতর উদযাপিত হবে। কারণ আজ সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যায়নি। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

 

10 Apr, 01:43 (IST)

বাংলাদেশে বৃহস্পতিবার ঈদ উল ফিতর উদযাপিত হবে। কারণ আজ সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যায়নি। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

10 Apr, 01:39 (IST)

জামে মসজিদ দিল্লির মারকাজি রায়ত-ই-হিলাল কমিটিও জানিয়ে দিল আজ রাতে শাওয়ালের চাঁদ দেখা যায়নি।তাই ১১ তারিখ পালিত হবে ঈদ। কাল ৩০ নং দিনের রোজা পালন হবে।

10 Apr, 01:39 (IST)

জামে মসজিদ দিল্লির মারকাজি রায়ত-ই-হিলাল কমিটিও জানিয়ে দিল আজ রাতে শাওয়ালের চাঁদ দেখা যায়নি।তাই ১১ তারিখ পালিত হবে ঈদ। কাল ৩০ নং দিনের রোজা পালন হবে।

10 Apr, 01:34 (IST)

লখনউতে দেখা গেল না  শাওয়ালের চাঁদ, বৃহস্পতিবার ১১ এপ্রিল ঈদ-উল-ফিতর উদযাপিত হবে ভারতে। ভারতের ইসলামিক সেন্টার থেকে মৌলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহালি এই ঘোষণা করলেন।

 

10 Apr, 01:26 (IST)

মুম্বই, পুনে ও নাসিকে এখনও চাঁদ দেখা যায়নি।

10 Apr, 01:26 (IST)

মুম্বই, পুনে ও নাসিকে এখনও চাঁদ দেখা যায়নি। এমনকি লখনউ থেকেও দেখা মিলল না চাঁদের। 

10 Apr, 01:21 (IST)

লখনউয়ের মারকাজি চাঁদ কমিটি একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে  যে আজ চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল নয় বৃহস্পতিবার ১১ এপ্রিল ঈদ উদযাপিত হবে।

10 Apr, 01:21 (IST)

লখনউয়ের মারকাজি চাঁদ কমিটি একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে  যে আজ চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল নয় বৃহস্পতিবার ১১ এপ্রিল ঈদ উদযাপিত হবে।

10 Apr, 01:16 (IST)

বিহারে এখন পর্যন্ত চাঁদ দেখার কোনো খবর পাওয়া যায়নি। ইমারত-ই-শরিয়া পরবর্তী আপডেট রাত ১০ টায় প্রকাশ করবে।

10 Apr, 01:15 (IST)

দেশের কোথাও এখনো চাঁদ দেখা যায়নি। সবার দৃষ্টি আকাশের দিকে স্থির হয়ে আছে শাওয়ালের চাঁদের অপেক্ষায়।

10 Apr, 01:06 (IST)

চাঁদ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সারাদেশের মুসলিম সম্প্রদায়। সবার চোখ আকাশের দিকে স্থির। লখনউয়ের আইশবাগ ঈদগাহ থেকে ঈদের চাঁদ দেখার চেষ্টা চলছে। চাঁদ দেখা নিশ্চিত হওয়ার পরেই ঈদের দিন ঘোষণা করা হবে।

 

10 Apr, 01:04 (IST)

বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের তরফে আজ জানানো হয়েছে ৯ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে (স্থানীয় সময় অনুযায়ী) ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশনের বৈঠক শুরু হয়েছে। সেই বৈঠকের পরই ঘোষণা করা হবে যে বাংলাদেশে ৩০ তম দিনের রোজা হবে কিনা, চাঁদ রাত কবে পালন করা হবে আর কবেই বা ঈদ পালন করা হবে।

10 Apr, 24:59 (IST)

ভারতের মত আজ চাঁদ দেখার চেষ্টা করবে প্রতিবেশী বাংলাদেশও। ইসলামিক ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে, কেউ যদি চাঁদ দেখতে পান, তাহলে ০২-৪১০৫০৯১৬ ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১৭ এবং ০২-৪১০৫০৯১২ নম্বরে ফোন করতে পারবেন। ফ্যাক্স করা যাবে ০২-৯৫৫৫৯৫১ এবং ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে। সেইসঙ্গে জেলাশাসক অথবা উপ-জেলার দায়িত্বপ্রাপ্ত কর্তাকেও সেই বিষয়ে জানাতে পারবেন মানুষরা। 

10 Apr, 24:56 (IST)

সদর মজলিস-ই-উলামা-ই-ডেকানের কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটি  যা দেশের  চাঁদ দেখা কমিটি নামেও পরিচিত তাঁরা আর ভারতের ঈদ-উল-ফিতরের তারিখ নির্ধারণের জন্য হায়দরাবাদের তাঁদের মাসিক সভা শুরু করেছে।

10 Apr, 24:40 (IST)

আপামর মুসলিম ধর্মাবলম্বীরা আজ রোজা রাখার ৩০ দিনের মাথায় অপেক্ষা করছে  ভারতের মাটিতে ঈদের চাঁদ দেখার। আরব সহ মধ্য প্রাচ্যের দেশে চাঁদের দেখা মেলার আগেই ঘোষণা হয়েছে আগামীকাল ঈদের। আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সময়ে চাঁদ দেখার আশা করা হচ্ছে। দিল্লি , মুম্বই,লখনউ এর পরে আহমেদাবাদে সন্ধ্যা৭টা ৪৫ মিনিটে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। হায়দরাবাদে চাঁদ দেখার আনুমানিক সময় সন্ধ্যা ৭টা ১৪মিনিট।

10 Apr, 24:30 (IST)

আজ ৯ এপ্রিল, ২০২৪ রাত ৭টা ৩৯ মিনিটে মুম্বইয়ে শাওয়ালের চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

10 Apr, 24:28 (IST)

আজ এখনও অবধি আকাশ পরিষ্কার থাকায় আশা করা হচ্ছে আজই ভারতে দেখা মিলবে শাওয়ালের চাঁদ।  লখনউতে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে এবং দিল্লিতে সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে। 

 

10 Apr, 24:18 (IST)

২০২৪ এর ঈদে মোরাদাবাদের ঈদগাহ মাঠে দুবারে পড়া হবে ঈদের নামাজ।। সৈয়দ ফাহাদ আলী (নায়াব ইমাম) ইমাম দুইবার নামাজের সময় ঘোষণা দিয়েছেন। সকাল ৮টায় প্রথম নামাজ পড়া হবে। দ্বিতীয় নামাজ পড়া হবে সকাল ৯টায়। প্রথম নামাজ পড়াবেন নায়েবে শাহর ইমাম মুফতি সৈয়দ ফাহাদ আলী। দ্বিতীয় নামাজের ইমামতি করবেন নগর ইমাম সৈয়দ মাসুম আলী আজাদ।

দেখুন ভিডিও-

10 Apr, 24:18 (IST)

২০২৪ এর ঈদে মোরাদাবাদের ঈদগাহ মাঠে দুবারে পড়া হবে ঈদের নামাজ।। সৈয়দ ফাহাদ আলী (নায়াব ইমাম) ইমাম দুইবার নামাজের সময় ঘোষণা দিয়েছেন। সকাল ৮টায় প্রথম নামাজ পড়া হবে। দ্বিতীয় নামাজ পড়া হবে সকাল ৯টায়। প্রথম নামাজ পড়াবেন নায়েবে শাহর ইমাম মুফতি সৈয়দ ফাহাদ আলী। দ্বিতীয় নামাজের ইমামতি করবেন নগর ইমাম সৈয়দ মাসুম আলী আজাদ।

দেখুন ভিডিও- 

Read more


সারা বিশ্বের পাশাপাশি ভারতেও চলছে ঈদের প্রস্তুতি। ঈদের চাঁদ দেখার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। রমজান মাস শুরু হলেই মানুষ ঈদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে এবং এখন এই অপেক্ষার অবসান হতে চলেছে। ইসলামে রমজান মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এর পরের দিনটি ঈদ উল ফিতর নামে পরিচিত।

শাওয়াল মাসের চাঁদ দেখার উপর ঈদ উল ফিতর নির্ভর করে। ইসলামের নবম মাস রমজান শেষ হওয়ার পর দশম শাওয়াল মাসের প্রথম তারিখে ঈদ উল ফিতর ( Eid Ul Fitar 2024) উদযাপিত হয়। ইসলামিক ক্যালেন্ডারে, রমজান বছরের নবম মাস এবং দশম মাস শাওয়াল এবং এই মাসের প্রথম দিনে, ইসলামের অনুসারীরা ঈদ উদযাপন করে।তবে সোমবার শাওয়ালের চাঁদ দেখা গেল না সৌদি আরবে। তার ফলে ২৯ দিনেই পবিত্র রমজান মাস শেষ হচ্ছে না। ৩০ দিনে হবে পবিত্র রমজান মাস। আর আগামী ১০ এপ্রিল (বুধবার) ইদ পালিত হবে। ভারত এবং বাংলাদেশে আবার মঙ্গলবার চাঁদ দেখার চেষ্টা করা হবে।

আজ সন্ধ্যায় সকলের চোখ থাকবে আকাশের দিকে-

 

 

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now